কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন

সোনাতলা (বগুড়) প্রতিনিধি : জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেছেন, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের পক্ষে। এদেশের ১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায়। সেই ধারাবাহিকতায় সোনাতলা-সারিয়াকান্দির মানুষ আজ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। তারা কোরআনের আইন চালু হোক সেজন্য আগামী ত্রয়োদশ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি সোনাতলা পৌর এলাকার বিভিন্ন স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও সুধী সমাবেশে এসব কথা বলেন। জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার আমির ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক রবিউল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক মন্ডল, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মুঞ্জুর মোর্শেদ, আব্দুল হাদি, আব্দুর রহিম মাস্টার, অধ্যাপক মতিউর রহমান রমজান, পৌর নায়েবে আমির শহিদুল ইসলাম, সেক্রেটারী মতিউর রহমান, শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন