ভিডিও শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা মানুষের মুক্তির সনদ হিসেবে বর্ণনা করে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ মোশারফ হোসেন বলেছেন, মানুষের ঘরে ঘরে ও প্রতিটি নাগরিকের হাতে এই দফার বার্তা পৌঁছে দিতে চাই।

এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ নতুনভাবে দাঁড়াবে। প্রতিটি গ্রামের ঘরে ঘরে এ বার্তা পৌঁছে দিতে তিনি তৃণমূলের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল  পর্যন্ত মোশারফ হোসেন নেতাকর্মীদের সাথে নিয়ে তার নিজ ইউনিয়ন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিল বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধরাণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা ইয়াছিন আলী, রেজাউল করিম জায়দার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কেরাবার আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুবদল নেতা গোলাপ আকন্দ, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবীসহ স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

জয়পুরহাটের বাগজানা সীমান্ত দিয়ে বিজিবির সহায়তায় ভারতে ফিরে গেল খাদিজা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন