বাড়ির কাছে ব্রিজের নিচ থেকে কাপড় ব্যবসায়ীর মরদেহ

নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে কবির হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কবির হোসেন উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবপুর জনতা ব্যাংক মার্কেটে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।
আরও পড়ুনশিবপুর মডেল থানার (ওসি) আফজাল হোসাইন বলেন, ‘‘কবির হোসেন ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন ধারণা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কবির হোসেন। পথে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। সে সময় ফোনে কথা বলছিলেন কবির। ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে তার স্বজনদের জানান। তারা সারারাত খোঁজাখুঁজি করেও কবিরের সন্ধান পাননি। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ব্রিজের নিচে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
মন্তব্য করুন