নদী ভাঙন রোধ ও চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামে বিশাল মানববন্ধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, নদী ভাঙন রোধ, ভাঙন কবলিত মানুষের বাড়ি-ঘর পুর্ণবাসন, নদীর দু’ধারে বাঁধ নির্মাণসহ চর বিষয়ক আলাদা মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরুকমন্ডল নদীর তীরে মানববন্ধন, সমাবেশ ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার সময় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডে মানববন্ধন সমাবেশ ও সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শিক্ষাবিদ সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
ফুলবাড়ি উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও রংপুর বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এবং ফুলবাড়ি উপজেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন চরের বাসিন্দা আব্দুর রহমান, গাজীবর রহমান, জুলেখা বেগম, সাবেক ছাত্র নেতা গোলাম মুর্ক্তজা বকুল, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা প্রমুখ।
আরও পড়ুনবক্তারা চরের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মত চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। ফুলবাড়ি উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও রংপুর বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদৎ হোসেন জানান, সারাদেশে একশ’টিরমত উপজেলার আনাচে কানাচে চর জেগে উঠেছে।
চরের মানুষের জীবনমান উন্নয়ন করার জন্য সরকারকে নজর দিতে হবে। এজন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মত চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের লক্ষে আমরা আন্দোলন করে চরের মানুষের পাশে দাঁড়িয়ে যাব। এজন্য ছোট ছোট কর্মসূচি দিয়ে সারা বাংলাদেশের চরের মানুষকে একত্রে করে পরবর্তীতে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হবে।
মন্তব্য করুন