মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বারিধারায় রাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে জরুরি ব্রিফিং করবেন।
আরও পড়ুনসম্প্রতি দেশে চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো ঘটনায় সমালোচনা করছেন অনেকেই। এছাড়া ছিনতাই-গোলাগুলির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই।
মন্তব্য করুন