ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করল অধিদপ্তর

ছবি : সংগৃহীত,ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করল অধিদপ্তর

ডেঙ্গুর শনাক্তে চার ধরনের পরীক্ষার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সরকারি হাসপাতালে ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসওয়ান (NS1)-এর জন্য সর্বোচ্চ ৫০ টাকা নেওয়া যাবে। এ ছাড়া আইজিজি ও আইজিএম পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য এনএসওয়ান, আইজিজি ও আইজিএম পরীক্ষায় সর্বোচ্চ ৩০০ টাকার। এ ছাড়া সিবিসি পরীক্ষার মূল্য হবে ৪০০ টাকা।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরের অনুমোদন রয়েছে। এছাড়া আরো তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অস্থায়ী ভিত্তিতে ২টি অ্যাম্বুল্যান্স প্রদান, জনসচেতনা সৃষ্টিতে প্রচারণা চালানো ও বরগুনা জেলায় ডেঙ্গু রোগের চিকিৎসার্থে এবং প্রশিক্ষণ প্রদানের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন রাজস্বাক্ষী সাবেক আইজিপি মামুন

চবিতে হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা

‘আবিদ ছোট মানুষ, ও বুঝতে পারেনি’, বললেন শিশির মনির

বগুড়া রেলওয়ে মার্কেটের দুর্নীতিবাজ ও মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসপির কাছে স্মারকলিপি

জাগপার একাংশের সভাপতিকে কুপিয়ে জখম

সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা