ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

ব্রিটেনে আশ্রয়ের জন্য আবেদনের রেকর্ড

সংগৃহিত,ব্রিটেনে আশ্রয়ের জন্য আবেদনের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালের পুরো বছরজুড়ে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের ১ লাখ ৮ হাজার ১৩৮ জন আশ্রয়প্রার্থী। এটি একটি রেকর্ড, কারণ দেশটির ইতিহাসে এর আগে কখনও আশ্রয় চেয়ে এক বছরে এত সংখ্যক আবেদন জমা পড়েনি।

এর আগের বছর ২০২৩ সালে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন ৯১ হাজার ৮১১ জন। শতকরা হিসেবে এক বছরে আবেদনের হার বেড়েছে ১৮ শতাংশ।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন দেশের আশ্রয়প্রার্থীরা আবেদন করেছেন গত বছর। সবচেয়ে বেশি আবেদন এসেছে পাকিস্তান থেকে। ২০২৪ সালে ব্রিটেনে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ১০ হাজার ৫৪২ জন পাকিস্তানি, যা মোট আবেদনের ৯ দশমিক ৭ শতাংশ।

আরও পড়ুন

এক বছরে সর্বোচ্চসংখ্যক আবেদনের আগের রেকর্ডটি ঘটেছিল ২০০২ সালে। সে বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশটিতে আবেদন করেছিলেন ১ লাখ ৩ হাজার ৮১ জন আশ্রয়প্রার্থী।

প্রসঙ্গত, চলতি একবিংশ শতকের শুরু থেকে অভিবাসন ইস্যুটি যুক্তরাজ্যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছিল রক্ষণশীল দল কনজারভেটিভ পার্টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে তুলশীরাম স্কুলের প্রধান শিক্ষকের গাড়ির গ্যারেজ রাতারাতি হয়ে গেল ক্যান্টিন

ইনকাম সোর্সের অন্য কোনো পথ থাকলে অভিনয় ছেড়ে দিতাম : অহনা

পাকিস্তানে বন্যায় ১৪০ শিশুসহ ২৯৯ জনের প্রাণহানি

জামালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

জুলাই সুসংগঠিত করেন তারেক রহমান

নাটোরের বাগাতিপাড়ায় আফ্রিকান মাগুর বিক্রির দায়ে জরিমানা