নাটোরের বাগাতিপাড়ায় আফ্রিকান মাগুর বিক্রির দায়ে জরিমানা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে নিষিদ্ধ প্রজাতির আফ্রিকান মাগুর বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।
এর আগে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস.বি সাত্তার বাজার থেকে আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৩ ও বিধি ১৮ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে একই আইনের ৫ (১) ধারায় ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুনপরে মৎস্য আইনের ১০ (১) বিধি অনুযায়ী জব্দকৃত মাছ দুইটি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন জানায়, পরিবেশ ও প্রাণী বৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ প্রজাতির মাছের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে।
মন্তব্য করুন