পঞ্চগড়ের বোদায় অতিরিক্ত দামে সার বিক্রি, যৌথ বাহিনীর অভিযানে ৩২ বস্তা সার জব্দ করে মামলা দায়ের

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সুমন ট্রেডার্স নামের একটি সার ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ময়দানদিঘী বাজারে এ অভিযান চালানো করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ-অর-রশিদ এবং বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, সেনাবাহিনীর একটি দল এবং বোদা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, বিএডিসি অনুমোদিত ডিলার সুমন ইসলাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি ও পটাশ সার বিক্রি করেন। সরকার নির্ধারিত টিএসপির দাম ১ হাজার ৩৫০ টাকা এবং পটাশ দাম ১ হাজার টাকা হলেও তিনি পার্শ¦বর্তী বেংহারী ইউনিয়নের খুচরা বিক্রেতা আজিবুল ইসলামের কাছে টিএসপি ১ হাজার ৮শ’ ও পটাশ ১ হাজার ১৮০ টাকায় বিক্রি করেন।
আরও পড়ুনগোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষয়টি প্রমাণিত হলে ৩২ বস্তা সার জব্দ করে অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেওয়া হয়। জব্দ করা সার বোদা উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে। অভিযানের সময় ডিলার সুমন ইসলাম দোকানে উপস্থিত না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদের লিখিত আদেশে কৃষি বিভাগ বাদি হয়ে বোদা থানায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশন প্রদান করেন।
ময়দানদিঘী ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহিন হোসেন বাদি হয়ে সার ব্যবসায়ী সুমন ইসলামে নামে নিয়মিত মামলা দায়ের করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ বলেন, ৩২ বস্তা সার জব্দ করে অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়েছে। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কৃষি বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্তব্য করুন