বগুড়ায় ধর্ষণ মামলায় সৎ বাবার জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টর : বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় সৎ বাবা আসামি মো. বাবলুর জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর হয়েছে। বাবলু কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ছোট খাটামারীর মৃত হামিদ আলীর ছেলে। বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান আলী আজ রোববার (৩ আগস্ট) হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, ধর্ষিতা ওই যুবতীর বাবা মারা গেল তার মা ওই আসামি বাবলুকে দ্বিতীয় বিয়ে করে শহরের নিশিন্দারা এলাকায় বসবাস শুরু করেন। বাবলু গত বছরের ১৫ আগস্ট রাতে ওই যুবতীর শয়ন ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে হুমকি দেয় ও বাড়ির বাইরে যেতে নিষেধ করে।
আরও পড়ুনসৎ বাবা কর্তৃক ধর্ষণের ফলে ওই যুবতী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে এবং গত ২৩ জুন একাট ছেলে সন্তান প্রসব করে। এ ব্যাপারে ওই আসামির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ ও অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. শাপলা।
মন্তব্য করুন