ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি: তাসনিম জারা

জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি: তাসনিম জারা, ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেছেন, আমরা রাজনীতি ক্ষমতা দখলের জন্য করতে আসিনি। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যেকেউ তার যোগ্যতা ও সততার ভিত্তিতে জনগণকে নেতৃত্ব দিতে পারবে। এতে তার পারিবারিক পরিচয় মুখ্য হয়ে উঠবে না। গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তাসনিম জারা বলেন, এই অধিকার সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবে, শিগগিরই বদলাবে, এবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে।তিনি আরও বলেন,  বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন। আমরা এর অবসান চাই। আগামীর বাংলাদেশ বদলাবে, এবং তা জনগণের হাত ধরেই বদলাবে।  জাতীয় নাগরিক পার্টি স্বাস্থ্য ও শিক্ষাকে পণ্যে পরিণত হতে দিতে চায় না বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন তাসনিম জারা। 

আরও পড়ুন

গতকাল মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি; যার নেতৃত্বে রয়েছেন জুলাই-আগস্ট আন্দোলনের তরুণরা। নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এত সহজে পাকিস্তানে কেউ হামলা করতে পারবে না: মরিয়ম নওয়াজ

বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল

দ্বৈত নাগরিকত্বের আবেদন ১৫ মে থেকে শতভাগ অনলাইনে

রাজবাড়ীতে রাস্তায় পড়েছিল যুবকের মরদেহ 

আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, সংক্ষেপে ‘নাগরিক সেবা’

তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন