ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ভারতকে বিশেষ সুবিধা, বিপাকে দুই সেমিফাইনালিস্ট

ভারতকে বিশেষ সুবিধা, বিপাকে দুই সেমিফাইনালিস্ট,ছবি: সংগৃহী

স্পোর্টস ডেস্ক : ‘একই জায়গায় থাকা, একই হোটেলে থাকা, একই মাঠে খেলা ও অনুশীলন করা অবশ্যই একটা বড় সুবিধা। এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই।’ ভারতকে নিয়ে এভাবেই ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাসি ভ্যান ডার ডুসেন। 

কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল সামনে রেখে দুই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন। দু’দলই দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবে, তবে নিশ্চিত নয় সেখানেই ম্যাচ খেলা হবে কিনা! ভারতের পাকিস্তানে না খেলার সিদ্ধান্তের কারণে সেমিফাইনালের ভেন্যু নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যার ফলে এই দুই দলকে এক অনিশ্চিত যাত্রার মুখে পড়তে হচ্ছে। আইসিসি’র সূচি অনুযায়ী, প্রথম সেমিফাইনাল মঙ্গলবার দুবাইতে এবং দ্বিতীয়টি বুধবার লাহোরে অনুষ্ঠিত হবে। কিন্তু ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফলাফলের ওপর নির্ভর করছে ফিক্সচার। ফলে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে আগেভাগেই দুবাই পাঠানো হচ্ছে, অথচ ২৪ ঘণ্টার মধ্যেই তাদের আবার পাকিস্তানে ফেরত আসতে হতে পারে! বিবিসি’র রিপোর্ট অনুযায়ী, শনিবার লাহোর থেকে তিন ঘণ্টার ফ্লাইটে দুবাই যাবে অস্ট্রেলিয়া, তবে তারা যদি ভারতের মুখোমুখি না হয়, তাহলে সোমবারই আবার পাকিস্তানে ফিরতে হতে পারে। দক্ষিণ আফ্রিকাও রোববার দুবাই উড়ে যাবে, কিন্তু একদিনের মধ্যেই তাদেরও লাহোরে ফেরার ঝুঁকি রয়েছে। এই সূচির বিশৃঙ্খলা নিয়ে সমালোচনা বাড়ছে, বিশেষ করে যখন দেখা যাচ্ছে ভারত সব ম্যাচ দুবাইতে খেলে সুবিধা পাচ্ছে, অথচ অন্য দলগুলো অনিশ্চিত ভ্রমণের কারণে প্রস্তুতিতে বিঘ্নের সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন

সেমিফাইনালের উত্তেজনা এখন চরমে, কিন্তু তার আগে সবচেয়ে বড় প্রশ্ন-ভারতের প্রতিপক্ষ কে হবে? নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ শুধু তাদের প্রতিপক্ষই ঠিক করবে না, বরং ঠিক করবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কে আবার পাকিস্তানে ফিরে যাবে! 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার