ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে ৫৭৮ কোটি টাকার যমুনা নদী তীর সংরক্ষণের কাজ বন্ধ করার অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দিতে ৫৭৮ কোটি টাকার যমুনা নদী তীর সংরক্ষণের কাজ বন্ধ করার অভিযোগ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে ৫৭৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী তীর সংরক্ষণের কাজ বন্ধ করার অভিযোগ উঠেছে। এবিষয়ে গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সেনা কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন প্রকল্পটির সাব ঠিকাদার সোহেল রানা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাজলা ইউনিয়নের মাদারগঞ্জ ঘাটসংলগ্ন এলাকায় ৫৭৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পটির কাজ চলমান রয়েছে। প্রকল্পটির ৬ ও ৭নং প্যাকেজের কাজ বাস্তবায়ন করছে তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড। সোহেল রানা উক্ত প্রকল্পে জিও ব্যাগ ডাম্পিং করার কাজে কোম্পানির সাথে চুক্তিপ্রাপ্ত হয়েছেন। গত বছর থেকেই তিনি জিও ব্যাগ প্রতিস্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন করে আসছেন।

এমতাবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি কাজলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৫০ থেকে ৬০টি মোটরসাইকেলে দেশিয় অস্ত্রসজ্জিত একটি বাহিনী তার প্রকল্প সাইডে হামলা চালায় এবং সাইডের ম্যানেজার জুয়েলকে বেধরক মারপিট করে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরে তারা প্রকল্পের সকল কাজ বন্ধ করে দেয়।

আরও পড়ুন

সোহেল রানা বলেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক আমার ম্যানেজারকে মারপিট করে আমার প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে। বিষয়টির তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার চেয়ে আমি প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি।

কাজলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বলেন, সোহেল রানার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যমুনা নদী তীর সংরক্ষণের কাজে আমরা কোনও বাধা প্রদান করিনি। সোহেল রানা একজন নাশকতার মামলার আসামি। তাছাড়া নদী তীর সংরক্ষণের কাজ চলমান রয়েছে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, মোবাইলে আমি অভিযোগটি পেয়েছি। অভিযোগটির বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান