ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

পাবনার বেড়া পোর্ট এলাকায় মুগ্ধতা ছড়াচ্ছে কচুরিপানার ফুল

পাবনার বেড়া পোর্ট এলাকায় মুগ্ধতা ছড়াচ্ছে কচুরিপানার ফুল

বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলার বেড়া উপজেলার হুরাসাগর নদের পাড়ে বেড়া পোর্ট এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের উৎস হিসেবে পরিচিতি পেয়েছে বেশ কয়েক বছর ধরে। বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই এ পোর্ট এলাকায় কচুরিপানা ফুলের অদ্ভুত উপস্থিতি এই অঞ্চলের মানুষের সৌন্দর্য উপভোগের মাধ্যম হিসাবে স্থান পেয়েছে।

বর্ষা পরবর্তী সময়ে, বেড়া হুরাসাগর নদের পাশে পোর্ট নামক স্থানে ছড়িয়ে পড়া কচুরিপানা ফুলের দৃশ্য অল্প সময়ে সবার নজর কাড়ছে। স্থানীয়রা বলছেন, এবার যেন পুরো বেড়া পোর্ট এলাকা কচুরিপানার সাদা ফুলের মাঝে হারিয়ে গেছে। হুরাসাগর নদের পাড়, বাঁধের কোণ, এমনকি পোর্টের আশেপাশে এই সাদা ফুলে ছেয়ে গেছে। এই ফুলের মায়াময় উপস্থিতি দূর-দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করছে।

সাধারণত কচুরিপানা এমন এক উদ্ভিদ যা সচরাচর জলাশয়ের ওপরে ভাসতে থাকে এবং শুধুমাত্র তার পাতাই দৃশ্যমান থাকে। কিন্তু এবারের বর্ষার পর এখানে কচুরিপানা ফুলের যে বিশাল ব্যাপ্তি সৃষ্টি হয়েছে তা সত্যিই তা বিরল। এলাকাবাসী জানান, গত কয়েক বছর ধরে বেড়ার পোর্ট এলাকায় কচুরিপানা ফুলের মৌসুম যেন একটা অভূতপূর্ব সৌন্দর্য নিয়ে এসেছে।

আরও পড়ুন

বেড়া পোর্টের এই কচুরিপানা ফুল এখন হয়ে উঠেছে একটি পর্যটন আকর্ষণ। প্রতিবছর, বিশেষ করে বর্ষার পর থেকে কচুরিপানা ফুলের মধুর উপস্থিতি পর্যটকদের আকর্ষণ করছে। এলাকার স্থানীয়রা ভ্রমণ পিপাসুদের জন্য কচুরিপানার ফুলের মাঝে নৌকা ভ্রমণের আয়োজন করেন, যাতে তারা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন।

পোর্ট এলাকায় ঘুরতে আসা কলেজ শিক্ষক শহিদুল ইসলাম বলেন, এটা সত্যিই একটি অদ্ভুত সৌন্দর্য। আমি সময় পেলেই পরিবার পরিজন নিয়ে এ পোর্ট এলাকার সৌন্দর্য উপভোগ করতে চলে আসি। বেড়া পোর্টের এলাকাটি জুড়েই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। তবে এ পোর্ট এলাকটা পরিস্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে। কর্তৃপক্ষ এ পোর্ট এলাকর সৌন্দর্য রক্ষার জন্য ব্যবস্থা নিলে ভ্রমণ পিপাসু অনেকেই এখানে ঘুরতে আসবে বলে মনে করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ৮ মে রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়

আজ চিন্ময় দাসের জামিন নিয়ে রুল শুনানি 

বিএনপি নেতা আমান ও তার স্ত্রী’র সাজা বাতিল

জামিনে কারামুক্ত মডেল মেঘনা আলম

দ্বিতীয় দিনের ফ্লাইটে হজে যাচ্ছেন ৫ হাজার ৫৩০ যাত্রী

কলকাতায় বহুতল ভবনের অগ্নিকান্ডে নিহত ১৪