ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণ

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ ও দেশীয় অস্ত্রসহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণকে (৩৪) আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নাজমুল আরেফিন জেলা শহরের গুলশানপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নাজমুলের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের বডি (অংশ বিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। এরপর মামলা দিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

আরও পড়ুন

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিম মালিথা বলেন, নাজমুলকে আটকের খবর শুনেছি। তার বিরুদ্ধে উঠা অভিযোগ খতিয়ে দেখা হবে।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গ্রেফতার নাজমুলকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব