ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু, গুলিবিদ্ধ ৫

চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু, গুলিবিদ্ধ ৫, ছবি:প্রতিকী |

মফস্বল ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার ছনখোলা এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু হয়েছে। ডাকাত সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের পিটুনি দেওয়া হয়। এ সময় ডাকাত দলের গুলিতে ৫ গ্রামবাসী আহত হয়েছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার নেজাম আরও কয়েকজনকে নিয়ে ছনখোলা এলাকায় গেলে তারাবি নামাজ পরে বের হওয়া মুসল্লিরা নেজাম গ্রুপকে ঘিরে মসজিদের মাইকে ঘোষণা দেয় এলাকায় ডাকাত পড়েছে।

এতে ক্ষিপ্ত হয়ে নেজাম বাহিনীর সদস্যরা একালাবাসীর ওপর গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। এসময় এলাকাবাসী নেজাম ও সহযোগী ছালেককে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলে মারা যায়।

আরও পড়ুন

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সাংবাদিককে জানান, এলাকাবাসীর গণপিটুনিতে ২ জন মারা গেছে। কয়েকজন গুলিবিদ্ধ আছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে সেটা তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত দুজনের লাশ থানায় নেওয়া হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। গুলিবিদ্ধ আহতদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস সংবাদমাধ্যমে বলেন, “নিরাপত্তাবাহিনী আমাকে জানিয়েছে, একটি দল ডাকাতি করতে এলে এলাকাবাসী টের পেয়ে মসজিদের মাইকে প্রচার করলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানে দুইজনকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আমি সেখানে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাকিস্তানের পাল্টা হামলা

ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩

বগুড়ায় ডাকাতি হওয়া ৭ হাজার ৪শ’ লিটার পাম তেলসহ ট্রাক উদ্ধার

শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলশিক্ষক নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাস্তার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং