নওগাঁর আত্রাইয়ে মাদকসহ যুবক গ্রেফতার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানা পুলিশ এ্যাম্পুলসহ শাহিন (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শাহিন উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, আজ মঙ্গলবার (৬ মে) বান্দাইখাড়া এলাকা থেকে এ্যাম্পুল নিয়ে সে আত্রাইয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এস.আই সাহাজুল ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে বান্দাইখাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে গ্রেফতার করে।
আরও পড়ুনএ সময় তার নিকট থেকে ৯ পিস এ্যাম্পুল উদ্ধার করা হয়। আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা রুজু করা হয়েছে এবং নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন