ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

কারাগারের ভেতরে সাবেক চেয়ারম্যানের কাছ থেকে ইয়াবা উদ্ধার

কারাগারের ভেতরে সাবেক চেয়ারম্যানের কাছ থেকে ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক:   বাগেরহাট কারাগারে বন্দি কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে ইয়াবা জব্দ করেছে কারা কর্তৃপক্ষ। 

সোমবার (৩ মার্চ) দুপুরে বাবুর ব্যাগ তল্লাশি করে এই মাদক জব্দ করে তারা। এ ঘটনায় বাবুসহ চার কারাবন্দিকে শাস্তি হিসেবে ডান্ডাবেড়ি পড়ানো হয়।

বাগেরহাট কারাগারের জেল সুপার শংকর কুমার মজুমদার এতথ্য নিশ্চিত করেছেন। 


ডান্ডাবেড়ি পড়ানো অন্যরা হলেন- বাদল শেখ, ইউসুফ শিকদার ও জসিম সরদার।


জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, “সন্দেহ হলে কারারক্ষীরা বিষয়টি আমাদের জানায়। পরে মেহেদী হাসান বাবুর ব্যাগ তল্লাশি করে তিন পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেলকোড অনুযায়ী, মেহেদী হাসান বাবুসহ চারজনকে ডান্ডাবেড়ি দেওয়া হয়েছে।”

আরও পড়ুন


কারাগারের অভ্যন্তরে কীভাবে ইয়াবা প্রবেশ করল এমন প্রশ্নের কোনো সদুত্তর দেননি জেল সুপার শংকর কুমার মজুমদার।

কারাগারের সিআইডি (কারা গোয়েন্দা) হিসেবে দায়িত্বে থাকা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি আইজি স্যারের অনুমতি ছাড়া কথা বলতে পারবেন না বলে জানিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

কারাগার সূত্রে জানা যায়, গেল ২৫ ডিসেম্বর গভীর রাতে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজা থেকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রুয়ারি বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে কারাগারে নেওয়া হয় মেহেদী হাসান বাবুকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই হাসতে হয়েছিল : সামান্থা

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক অজিত দোভালের

কার সঙ্গে প্রেম, জানালেন জয়া আহসান!

কাশ্মীর সমস্যা সমাধানে ভারত-পাকিস্তানের সঙ্গে কাজ করবেন ট্রাম্প

আট নায়িকা নিয়ে আসছেন মোশাররফ করিম

নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আ’লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে : নাহিদ