ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বাংলাদেশে ১৭ মার্চ আসছেন হামজা

হামজা

স্পোর্টস ডেস্ক:  একরকম দিনক্ষণ ঠিক হয়েই গেলো বাংলাদেশে হামজার আগমণ।শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট এসে পৌঁছাবেন ১৭ মার্চ সকালে। তার পৈতৃক নিবাস হবিগঞ্জে একদিন কাটিয়ে পরদিন ঢাকায় বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন।  

আজ (মঙ্গলবার) টিম হোটেলে জামাল ভূঁইয়াদের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে এক বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল হামজার আগমন সম্পর্কে এই তথ্য জানিয়েছেন। ওই সময় জাতীয় দল কমিটির একাধিক সদস্য ছাড়াও বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিমও উপস্থিত ছিলেন। হামজার আগমন সূচির বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের একাধিক কর্মকর্তা।

হামজার আগমন নিয়ে বাফুফে বেশ কয়েকদিন ধরেই কাজ করছিল। হামজা ও তার পরিবারের ইচ্ছে হবিগঞ্জে একদিন কাটানো। এজন্য বাফুফে কয়েকটি বিকল্প দিয়েছিল। সেই বিকল্পের মধ্যে হামজা ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় না এসে সিলেটে যাওয়া–ই বেছে নিয়েছেন। বাংলাদেশ বিমানের ফ্লাইট সরাসরি লন্ডন থেকে সিলেটে আসে। হামজা বাংলাদশ বিমানেই ১৭ মার্চ সকালে পৌঁছাবেন সিলেটে। বাফুফে হামজাকে বিমানের বিজনেস ক্লাস টিকিট প্রদান করবে। হামজার সঙ্গে তার স্ত্রী এবং সন্তানেরও আসার কথা রয়েছে। হামজার সরাসরি সিলেটে আসা নিশ্চিত হয়েছে, এখন বাফুফে তার বরণ ও নিরাপত্তা নিয়ে কাজ করবে এই কয়েকদিন।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি ২৫ মার্চ ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে আছেন। 

আরও পড়ুন

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল দুপুরে বাংলাদেশ দল সৌদি আরব রওনা হবে। সৌদি রওনা হওয়ায় আগে আজ দুপুরে বাফুফে সভাপতি কোচ ও ম্যানেজারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সময় দলের নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি তিনি ভারত ম্যাচ নিয়ে দলকে উৎসাহ প্রদান করেন। 


আজ সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুশীলন করছে জাতীয় ফুটবল দল। এরপর সৌদি আরবে ক্যাম্প শেষে ১৭ মার্চ রাতে বাংলাদেশে ফিরবেন ফুটবলাররা। এই সময়ের মধ্যে সেখানে অনুশীলনের পাশাপাশি ‌‌‌দুয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে। গত বছরের মতো এই বছরও একটি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে সুদানের সঙ্গে। বাংলাদেশ দল সৌদি আরবের তায়েফে ক্যাম্প করবে। কাল দুপুরে ফুটবল দল রওনা হবে, তবে বাফুফে এখনও তায়েফের অনুশীলন মাঠ ও হোটেল নিয়ে সৌদি আরব ফুটবল ফেডারশেনের সঙ্গে কাজ করছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর সমাবেশ

ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

আইভী গ্রেফতার

ঢাবির টিএসসি ও কলাভবন ক্যাফেটেরিয়ায় ২ টি পানির ফিল্টার স্থাপন

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা