ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে চাঁদা দিয়ে বসবাস মানুষের, সীমানা জটিলতায় ভোগান্তি

বগুড়ার সারিয়াকান্দিতে চাঁদা দিয়ে বসবাস মানুষের, সীমানা জটিলতায় ভোগান্তি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে চালুয়াবাড়ী ইউনিয়নে ৫শ’ একর জমি নিয়ে সীমানা জটিলতা রয়েছে। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে মিলছে না সুরাহা। কৃষকের ফসল কেটে নিয়ে যাচ্ছে জামালপুরের দুষ্কৃতকারীরা। দেড় শতাধিক পরিবারেরকে বাৎসরিক চাঁদা দিয়ে বসবাস করতে হচ্ছে।

গত বছরের মতো ফসল তোলা নিয়ে এবছরও সংঘাতের শঙ্কা করছেন এলাকাবাসী। প্রশাসন বলছে, এ বিষয়ে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে। এ বিষয়ে ৩৩৩ জন গ্রামবাসীর সই করা একটি অভিযোগ প্রশাসনের বিভিন্ন দপ্তরে জমাও দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের মানিকদাইড় মৌজার সাথে জামালপুর জেলার ইসলামপুর এবং মাদারগঞ্জ উপজেলার ৫শ’ একর জমির একটি সীমানা বিরোধ চলমান। গত বছর সারিয়াকান্দির কৃষকদের ফলানো ফসল জামালপুর ইসলামপুর উপজেলার কোয়ালিকান্দি গ্রামের আব্দুল হক ফকিরের ছেলে তৌফিকুল ইসলাম এবং কাটমা গ্রামের মৃত মনছের কামারের ছেলে ছাইরুদ্দি কামারের নেতৃত্বে প্রায় আড়াই শতাধিক দুষ্কৃতকারী দেশিয় অস্ত্রসজ্জিত হয়ে ফসলগুলো কেটে নিয়ে যায়।

এ বছরও তারা সারিয়াকান্দির কৃষকদের ফলানো ফসল জোর করে কেটে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া এই বিরোধপূর্ণ অংশে প্রায় দেড় শতাধিক পরিবারের বসবাস রয়েছে। এসব পরিবারের কাছ থেকে প্রতিবছর ইসলামপুর উপজেলার নামধারী দুষ্কৃতকারী জোরপূর্বক পরিবার প্রতি ৭ থেকে ১২ হাজার করে টাকা চাঁদা উত্তোলন করছেন। এমতাবস্থায় এলাকায় একটি সংঘাতপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে এবং সেখানে যেকোন সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে অভিযোগ বগুড়া জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়েছে এবং এর অনুলিপি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, ভূমি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাজশাহী বিভাগীয় কমিশনার, বগুড়া জেলা পুলিশ সুপার, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এবং সারিয়াকান্দি থানা বরাবর প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

অভিযোগের প্রধান বাদি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, গত বছর ইসলামপুরের লোকজন দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে আমাদের ফসলগুলো জোরপূর্বক কেটে নিয়ে গেছে। আমাদের লোকজনের কাছে থেকে তারা চাঁদা উত্তোলন করছে। চাঁদা না দিলে তারা ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকিও দিচ্ছে।

সংশ্লিষ্ট চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা বলেন, সীমানা জটিলতায় আমি গত কয়েকবছর ধরেই বিষয়টি নিষ্পত্তি করার জন্য কাজ করছি। কিন্তু নানা কারণে এটি করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে ইসলামপুর এবং সারিয়াকান্দির ইউএনও একত্রে বসলেই বিষয়টির সমাধান হবে।

ইসলামপুর উপজেলার সংশ্লিষ্ট নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোমান হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে এটি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের সাথে ঘটনাস্থলে বসে বিরোধ নিষ্পত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেইসাথে বিরোধপূর্ণ অংশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, এ সম্পর্কিত তদন্ত প্রতিবেদন বগুড়া জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে। নালিশী সম্পত্তিগুলো ১নং খতিয়ানে নদী ও বালুচর শ্রেণিতে সারিয়াকান্দি মানিকদাইড় মৌজায় সরকারের পক্ষে জেলা প্রশাসকের নামে উল্লেখ রয়েছে এবং জমিগুলো পয়স্তি থাকায় বাদি পক্ষকে লিজ দেওয়া হয়েছে। তখন থেকে বাদিপক্ষ নালিশী জমি চাষাবাদ করে আসছেন। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে ৩৮ বস্তা ভারতীয় জিরাসহ দুইজন গ্রেফতার

কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল চায় টিআইবি

কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই নারীসহ ৩ জনের মৃত্যুদণ্ড 

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার

সিলেটে ট্রাকচাপায় যুবক নিহত