পাবনায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান

পাবনা প্রতিনিধি : পাবনায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। গতকাল শনিবার দুপুরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের প্রবেশদ্বার গাছপাড়ায় ঘন্টাব্যাপী এই অভিযান চলে। পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বে সেনা ও পুলিশ বাহিনী এই অভিযান চালায়।
পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন জানান, অভিযানে সড়কে চেকপোস্ট বসিয়ে শতাধিক মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইন্সেস ও মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়। অভিযানে ১২টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দিয়ে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন