ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

চট্টগ্রামে জামাইয়ের হাতে শাশুড়ি খুন

চট্টগ্রামে জামাইয়ের হাতে শাশুড়ি খুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে জামাইয়ের হাতে শাশুড়ি রশিদা খাতুন (৪৫)  খুন হয়েছেন। আজ রবিবার (৯ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রশিদা খাতুন (৪৫) পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। অভিযুক্ত জামাই হেলাল উদ্দিন মানিক একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামে শ্বশুর-জামাইয়ের বাড়ি। বিয়ের পর থেকেই হেলাল উদ্দিন মানিক তার স্ত্রী নার্গিস আকতারের সাথে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করায় শাশুড়ির সঙ্গে জামাই হেলাল উদ্দিন মানিকের প্রায়ই কথা কাটাকাটি হতো। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর স্ত্রী কর্মস্থল কেইপিজেডে চলে যান। এরপর শাশুড়ির সঙ্গে জামাইয়ের ঝগড়া বাধে। এসময় জামাই লোহার রড দিয়ে শাশুড়িকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই পলাতক রয়েছেন।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর ‘নাক ফজলি আম’ পেল জিআই সনদ 

ঈদুল আজহায় ১০ দিন ছুটি ঘোষণা

এটিএম আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার

গাজায় অভিযান জোরদার করতে ফিলিস্তিনিদের স্থানান্তর করা হবে : নেতানিয়াহু

নিজ বাসভবন ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

খালেদা জিয়াকে স্বাগত জানালেন সারজিস