ভিডিও সোমবার, ১০ মার্চ ২০২৫

মেসিবিহীন ১০ জনের মায়ামির কষ্টার্জিত জয়

মেসিবিহীন ১০ জনের মায়ামির কষ্টার্জিত জয়, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আবারও লিওনেল মেসিকে বেঞ্চে বসিয়ে রাখলেন কোচ হ্যাভিয়ের মাসচেরানো। ঘরের মাঠে চারলট এফসি’র বিপক্ষে ম্যাচে সাইডবেঞ্চে বসেই সতীর্থদের ১-০ গোলের জয় দেখলেন তিনি।

আগের ম্যাচে দলে না রাখলেও আজকের ম্যাচে মেসিকে দলে রেখেছিলেন কোচ মাসচেরানো তবে মাঠে নামাননি। মেসি না থাকলেও দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে (৪৬তম মিনিটে) গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন তাদেও আলেনদে। সেই এক গোলেই জয় পরাজয় নির্ধারিত হলো। এমএলএসের মৌসুম শুরুতে এটা তিন ম্যাচে দ্বিতীয় জয় ইন্টার মায়ামির। অন্য ম্যাচটিতে ড্র করেছে তারা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। একে তো লিওনেল মেসি সাইড বেঞ্চে, তারওপর ৩৮তম মিনিটে বক্সের বাইরে এসে ফাউল করার অপরাধে নিয়মিত গোলরক্ষক অস্কার উস্তারিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন রেফারি।

আরও পড়ুন

মেসি মাঠে না নামলেও সমর্থকরা সারাক্ষাণ ‘মেসি, মেসি’ বলে চিৎকার করেছে। তাদের আশা ছিল, আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি যদি শেষ মুহূর্তে হলেও মাঠে নামেন! কিন্তু কোচ মাসচেরানো আর তাকে নামালেন না। মেসি না থাকা এবং লাল কার্ডের কারণে বেধে রাখা যায়নি মিয়ামিকে। ৪৬তম মিনিটে গনজালো লুজানের কাছ থেকে দারুণ এক পাসে বল পেয়ে মাঠের প্রায় মাঝখান থেকে সেন্টার পজিশন ধরে এগিয়ে যান। চারলটের বক্সের সামনে গিয়ে ব্যাক হিলে বল দেন লুইস সুয়ারেজকে। বাম পাশ দিয়ে নিজে এগিয়ে যান একেবারে পোস্টের সামনে। সুয়ারেজ রাইটব্যাকে লুপ করলে বুক দিয়ে বল ধরে দারুণ এক নিচু শটে চারলটের জালে বল জড়ান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি’র বাসা দখল, গ্রেফতার ‘সমন্বয়ক’ মিষ্টির ৪ দিনের রিমান্ড

সালমান এফ রহমানের লন্ডনের সম্পদ জব্দ, কোম্পানির শেয়ার অবরুদ্ধ

নাটোরের সিংড়ার রাজমিস্ত্রির মরদেহ মিললো নাটোর শহরতলীর ভুট্টাক্ষেতে

সেহরি না খেয়েও পানি দিয়ে ইফতার করতে হয় প্রতিবন্ধী বাবা-ছেলের

সুনামগঞ্জে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

বম্বে সুইটসে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা