ভিডিও সোমবার, ১০ মার্চ ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি’র ফাইনাল মঞ্চ নিয়ে নতুন বিতর্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি’র ফাইনাল মঞ্চ নিয়ে নতুন বিতর্ক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে রোহিত বাহিনী। ফাইনাল শেষে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পুরস্কার বিতরণী মঞ্চে দেখা গেলো না টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তানের কোনো প্রতিনিধিকে, যা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। আয়োজক হওয়ার পরও কেন উপেক্ষিত পাকিস্তান, সে প্রশ্ন দেখা দিয়েছে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহর হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা তুলে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এসময় মঞ্চে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সভাপতি রজার বিনি, সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) ডিরেক্টর রজার তৌজ, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। অথচ, এখানে দেখা গেলো না পাকিস্তানের কাউকে। এমনকি ম্যাচ চলাকালীন গ্যালারিতেও কাউকে দেখা যায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের ক্রিকেটারদের সাদা রঙয়ের একটি বিশেষ ব্লেজার পরানো হয়। ভারতীয় ক্রিকেটারদের সেই ব্লেজার পরিয়ে দেন বিসিসিআই সভাপতি রজার বিনি। পরে রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দেন জয় শাহ। পাকিস্তান যে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছে, তা এই পুরস্কার বিতরণী মঞ্চ দেখে বোঝার উপায়ই ছিল না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মাহসিন নাকভি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। রাষ্ট্রীয় দায়িত্ব থাকার ফলে তিনি দুবাই আসতে পারেননি। পিটিআই জানিয়েছে, মাহসিন নাকভি দুবাই যেতে না পারলেও তিনি পিসিবি’র প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবারের আয়োজনের টুর্নামেন্ট ডিরেক্টর সুমাইর আহমেদকে। তিনি তখন গ্যালারিতে উপস্থিত ছিলেন। অথচ, গ্যালারিতে থাকা সত্ত্বেও পিসিবি সিইউকে পুরস্কার বিতরণী মঞ্চে ডাকাই হয়নি। 

আরও পড়ুন

পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তানের কাউকে দেখা গেল না কেন, সে প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার। বিশেষতঃ এ ঘটনা দুঃখ দিয়েছে শোয়েবকে। এক্স হ্যান্ডলে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, তার কাছে বিষয়টা মোটেও বোধগম্য নয়। সেখানে পোস্ট করা ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ওদের অভিনন্দন। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ করলাম। পুরস্কার দেওয়ার সময় পাকিস্তানের কোনও প্রতিনিধিকে দেখা গেল না। পাকিস্তান আয়োজক দেশ। অথচ আমাদেরই কেউ সেখানে নেই। আমি ভাবতেই পারছি না। পুরো বিষয়টা আমার মাথার ওপর দিয়ে গেছে। আমরাই আয়োজন করলাম। অথচ আমাদেরই কাউকে দুবাইয়ে দেখা গেল না। খুব হতাশ লাগছে।’

টুর্নামেন্টটা আইসিসি’র। যে কারণে পুরস্কার বিতরণী মঞ্চে কে থাকবে সে সিদ্ধান্ত নেয় আইসিসিই। ২৯ বছর পর পাকিস্তানে একটি আইসিসি ইভেন্টের আয়োজক, সেখানে কিন্তু পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভির প্রতিনিধি এবং টুর্নামেন্ট ডিরেক্টর সুমাইর আহমেদ গ্যালারিতে থাকার পরও তাকে কেন পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হলো না? এ নিয়েই মূলত বাড়ছে বিতর্ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার শাসনামল ছিল স্বৈরতন্ত্র, সহিংসতা ও দুর্নীতিতে পরিপূর্ণ

কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে দুই যুবক আটক

কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির হুলে অব. সেনা সদস্যের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া

হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, খবর শুনে বাবার মৃত্যু