ভিডিও সোমবার, ১০ মার্চ ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির হুলে অব. সেনা সদস্যের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির হুলে অব. সেনা সদস্যের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির হুলে ইউনুস আলী (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে মৌমাছির আক্রমণের শিকার হন তিনি। ইউনুস আলী ওই এলাকার নেছার শেখের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া।

জানা যায়, আজ সোমবার (১০ মার্চ) সকালে ইউনুস আলী ঘুম থেকে উঠে বাড়ির পাশে রসুনের জমিতে নিড়ানির কাজ করছিলেন। জমির সীমানা ঘেষে শিমুল গাছের ডালে মৌচাক ছিলো। হঠাৎ একটি পাখির হানায় চাক ভেঙে একঝাক মৌমাছি তার শরীরে পড়ে মৌমাছির আক্রমণে শিকার হন তিনি।

আরও পড়ুন

মৌমাছির আক্রমণ থেকে রক্ষা পেতে পাশেই পুকুরের পানিতে লাফিয়ে পড়েন তিনি। এসময় মৌমাছির অনাবরত হুলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পড়ে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে ওই ইউনিয়নের আনন্দ বাজার নামক স্থানে তার মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই আতাউর রহমান বলেন, সোমবার সকালে জমিতে কাজ করতে বড় ভাই মৌমাছির আক্রমনে আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বিসিবির সব ফর্মেটে কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদের নাম প্রত্যাহার

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

নারী ও শিশুর প্রতি যৌন সহিংতা বৃদ্ধিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ

হৃদয়স্পর্শী বার্তা দিলেন তামান্না

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সুরক্ষিত রোহিত-গম্ভীর