বগুড়ার শিবগঞ্জে ২টি গরুসহ আন্ত:জেলা ১২ চোর আটক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন জেলা থেকে ২টি গরুসহ আন্ত:জেলা গরু চোর চক্রের ১২ সদস্যকে আটক করেছে।
আটককৃতরা হলো, রিপন, দেলোয়ার, ইউনুছ আলী, ময়লুন, মোক্তার হোসেন, মোমিনুল, দুলাল ওরফে দুলা, বেলাল হোসেন, রাসেল, লিটন মিয়া, নামুল হক এবং আব্দুল বারী।
আরও পড়ুনএ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ দিন যাবত অভিযান চালিয়ে আন্ত:জেলা গরু চোর চক্রের ১২ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন