ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

শ্রীদেবীর ‘মম ২’ সিনেমার সিক্যুয়ালে মেয়ে খুশি

শ্রীদেবীর ‘মম ২’ সিনেমার সিক্যুয়ালে মেয়ে খুশি, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ২০১৭ সালে মুক্তি পায় শ্রীদেবী অভিনীত ক্রাইম থ্রিলার সিনেমা ‘মম’। এটিই ছিল তার শেষ সিনেমা। এই সিনেমায় অভিনয়ের আগে শ্রীদেবী অভিনয় করেন ২৯৯টি সিনেমায়। এই সিনেমায় তথাকথিত কমার্শিয়াল সিনেমার বাইরে গিয়ে, শুধু অভিনয় দিয়েই সমালোচকদের মন জয় করেছিলেন তিনি। বলা হয়ে থাকে, এই সিনেমায় দর্শক এক নতুন শ্রীদেবীকে আবিষ্কার করে।এবার ‘মম’ সিনেমার সিক্যুয়েল তৈরির ঘোষণা দিলেন বনি কাপুর, তাও আবার মেয়ে খুশি কাপুরকে নিয়ে। এ খবর দিলেন বনি নিজেই। খুশি এর আগে ‘আর্চিস’, ‘লাভইয়াপ্পা’ ও ‘নাদানিয়া’ ছবিগুলোতে অভিনয় করেছেন।

রবিবার (৯ মার্চ) আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে হাজির হয়ে বনি জানান, শ্রীদেবীর পথ ধরে জাহ্নবী ও খুশি হাঁটছেন দেখে তিনি আনন্দিত। বনি বলেন, আমি খুশির ছবিগুলো দেখেছি। ‘নো এন্ট্রি’র পর ওকে নিয়ে একটি ছবির পরিকল্পনা করছি। এটা হতে পারে ‘মম ২’। খুশি ওর মায়ের পদচিহ্ন অনুসরণ করতে চাইছে। ওর মা ভারতীয় সিনেমার শীর্ষ তারকা ছিল। আমি আশা করি, খুশি ও জাহ্নবীও তেমনই সাফল্য অর্জন করবে।

আরও পড়ুন

প্রসঙ্গত, ক্রাইম-থ্রিলার ‘মম’ নির্মাণ করেছিলেন রবি উদয়ওয়ার। ছবিতে শ্রীদেবীর সঙ্গে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না, সজল আলী, আদনান সিদ্দিকি প্রমুখ। ৩০ কোটি রুপির ছবিটি সে সময় বক্স অফিসে ১৭৫ কোটি রুপির বেশি আয় করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান