ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

ম্যারাডোনার মৃত্যুর জন্য চিকিৎসকদের বিচার শুরু

ম্যারাডোনার মৃত্যুর জন্য চিকিৎসকদের বিচার শুরু, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার অভিযোগে বুয়েনস আয়ার্সে বহুল প্রতীক্ষিত বিচার কার্যক্রম শুরু হয়েছে। প্রসিকিউটরদের দাবি, ম্যারাডোনার মৃত্যু এড়ানো সম্ভব ছিল, কিন্তু চিকিৎসকেরা যথাযথ দায়িত্ব পালন করেননি।

  ২০২০ সালের ২৫ নভেম্বর, ৬০ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান ম্যারাডোনা। এর আগে, সেই মাসের শুরুতে তিনি মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার করেন এবং সুস্থ হয়ে উঠছিলেন। প্রসিকিউটররা বলছেন, তার অবস্থার গুরুতরতা জানা সত্ত্বেও চিকিৎসকেরা যথাযথ ব্যবস্থা নেননি। অপরদিকে, আসামিপক্ষের যুক্তি, ম্যারাডোনা অতিরিক্ত চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং অস্ত্রোপচারের পর আরও দীর্ঘ সময় হাসপাতালে থাকার প্রয়োজন ছিল।  

প্রমাণিত হলে অভিযুক্ত চিকিৎসকদের আট থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রমাণ করতে চান যে ম্যারাডোনার মৃত্যুর সময় চিকিৎসকেরা দায়িত্বে অবহেলা করেছেন। প্রসিকিউটর প্যাট্রিসিও ফেরারি আদালতে বলেন, ‘আজ ডিয়েগো ম্যারাডোনা, তার পরিবার ও আর্জেন্টিনার জনগণ ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখে।’   তদন্তকারীদের মতে, ‘এটি অনিচ্ছাকৃত হত্যার শামিল’। তারা মনে করেন, অভিযুক্তরা জানতেন ম্যারাডোনার শারীরিক অবস্থা কতটা গুরুতর, তবু তাকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেননি।  

আরও পড়ুন

বিচারের আওতায় আনা চিকিৎসক ও মেডিকেল কর্মীদের মধ্যে রয়েছেন, এক নিউরোসার্জন, মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, মেডিকেল কো-অর্ডিনেটর, নার্সিং কো-অর্ডিনেটর, চিকিৎসক এবং এক নাইট নার্স।  এক নাইট নার্স স্বীকার করেছেন যে, তিনি সতর্কতার লক্ষণ দেখেছিলেন, তবে ম্যারাডোনাকে না জাগানোর নির্দেশ ছিল। এই বিচার প্রক্রিয়ায় ১০০ জনেরও বেশি সাক্ষি আদালতে সাক্ষ্য দেবেন। ধারণা করা হচ্ছে, বিচারকার্য জুলাই পর্যন্ত চলতে পারে।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় মাহমুদউল্লাহর

বগুড়ার ধুনটে ঘুমন্ত রোজাদার গার্মেন্টস কর্মীকে ধর্ষণচেষ্টা

ঈদে নাটকে ও মিউজিক ভিডিওতে মাতাবেন অলংকার চৌধুরী

নাটোরে গণমাধ্যমকর্মীদের ওপর বরখাস্তকৃত এসপি’র হামলার ঘটনায় থানায় অভিযোগ

লালমনিরহাটে মুক্তিপণ না পেয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা

বগুড়ার শিবগঞ্জে মেসার্স আয়েশা ব্রিকস ভেঙ্গে দেওয়া হয়েছে