ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

গাজীপুরে আবাসিক হোটেল থেকে ৮ নারী আটক 

গাজীপুরে আবাসিক হোটেল থেকে ৮ নারী আটক 

নিউজ ডেস্ক:  গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে হোটেল হ্যাভেন ফ্রেশে অভিযান চালিয়ে আট নারীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হোটেলটিতে ভাঙচুর চালানোর পর আসবাবপত্র ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০ টার দিকে হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল হ্যাভেন ফ্রেশ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আট নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে।”

এলাকাবাসী জানান, পুলিশের অভিযানের পর বিক্ষুব্দ জনতা হোটেলটিতে ভাঙচুর চালায়। তারা হোটেলটির আসবাবপত্র ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর এনে আগুন ধরিয়ে দেন। এসময় তারা হোটেল বন্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন


আশরাফ নামে এক দোকানি বলেন, ‍“কয়েকদিন পরে ঈদ। আমরা ঈদকে সামনে রেখে নতুন মালামাল উঠিয়েছি। আজকে যদি বিক্ষুব্ধ জনতা দোকানে আগুন ধরিয়ে দিতেন তাহলে আমাদের পথে বসতে হতো। আমরা চাই কোনাবাড়ী থেকে আবাসিক হোটেল আজীবনের জন্য বন্ধ করা হোক।” 


কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন,  “আমরা অভিযান শেষে থানায় ফেরার পর শুনি, হোটেলে কিছু বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়েছে। তাৎক্ষণিক কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগেও হোটেলটিতে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

গত ২৮ ফেব্রুয়ারি হোটেল হ্যাভেন ফ্রেশে অভিযান চালিয়ে ২ নারীসহ ১৬ জনকে আটক করে আদালতে পাঠায় পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

পাকিস্তানি কাশ্মিরে বন্ধ করা হলো সব মাদ্রাসা

বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা জোরদার করেছে ভারত

২৬ বাংলাদেশির অভিযোগ শুনলেন ফিজির প্রধানমন্ত্রী

অনুমতি ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

এবার সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা