ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার

বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর থানা পুলিশ পৃথক অভিযানে জুয়া খেলার অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে টাকা, তাসসহ জুয়ার অন্যান্য সরঞ্জামাদি আটক করেছে। গ্রেফতার কৃতরা হলো উপজেলার মাথাইল চাপড় গ্রামের মনছের আলীর ছেলে তাজেম উদ্দিন ওরফে মওদুদ (৪৫), ছোনকার মৃত খলিলুর রহমানের ছেলে আয়েজ উদ্দিন (৪৫), পালাশন গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে দুদু (৫২), পারভবানীপুর পূর্বপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে টুকু মিয়া (৪৩) ও পশ্চিমপাড়ার মৃত জালালের ছেলে আবু বক্কর (৬৫)।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহষ্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের জনৈক হাফিজারের পরিত্যক্ত বাড়িতে জুয়া খেলার সময় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩ প্যাকেট তাস, ৭ হাজার ৫০০ টাকা জব্দ করেছে।

অপরদিকে পুলিশের আরেক দল উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর আমতলা গ্রামের আবুল কালামের কলা বাগানের মধ্যে জুয়ার আসর থেকে টুকু ও আবু ব্ক্করকে গ্রেফতার করে। তাদের কাছে থেকে ১ হাজার ৫৩০ টাকা ও ২ প্যাকেট তাস জব্দ করে। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

এ ব্যাপারে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শেরপুর থানায় জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ৫ জন আসামিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে পরকীয়ার ঘটনায় ভায়রাকে পিটিয়ে হত্যা

বগুড়ার কাহালুতে এক প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে অবরুদ্ধ করল গ্রামবাসী

ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষককের আত্মহত্যা

গাইবান্ধার সাঘাটা বাজারে প্রবেশ পথের বেহাল অবস্থা 

অনার্স ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুর ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন

বিদেশে নির্বাচনী প্রচার চালানো যাবে না