ভিডিও শনিবার, ১৫ মার্চ ২০২৫

বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার

বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর থানা পুলিশ পৃথক অভিযানে জুয়া খেলার অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে টাকা, তাসসহ জুয়ার অন্যান্য সরঞ্জামাদি আটক করেছে। গ্রেফতার কৃতরা হলো উপজেলার মাথাইল চাপড় গ্রামের মনছের আলীর ছেলে তাজেম উদ্দিন ওরফে মওদুদ (৪৫), ছোনকার মৃত খলিলুর রহমানের ছেলে আয়েজ উদ্দিন (৪৫), পালাশন গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে দুদু (৫২), পারভবানীপুর পূর্বপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে টুকু মিয়া (৪৩) ও পশ্চিমপাড়ার মৃত জালালের ছেলে আবু বক্কর (৬৫)।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহষ্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের জনৈক হাফিজারের পরিত্যক্ত বাড়িতে জুয়া খেলার সময় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩ প্যাকেট তাস, ৭ হাজার ৫০০ টাকা জব্দ করেছে।

অপরদিকে পুলিশের আরেক দল উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর আমতলা গ্রামের আবুল কালামের কলা বাগানের মধ্যে জুয়ার আসর থেকে টুকু ও আবু ব্ক্করকে গ্রেফতার করে। তাদের কাছে থেকে ১ হাজার ৫৩০ টাকা ও ২ প্যাকেট তাস জব্দ করে। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

এ ব্যাপারে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শেরপুর থানায় জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ৫ জন আসামিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে হোলি উৎসব উদযাপন

জবিতে লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোজাদার পথিকদের মাঝে ইফতার বিতরণ করে নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদ

বগুড়ায় সক্রিয় জাল টাকার কারবারি চক্র, ধরা পড়ছে শুধু বাহক

দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে- ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন