ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

পুলিশের সাহসিকতায় ৩ ছিনতাইকারীকে আটক

পুলিশের সাহসিকতায় ৩ ছিনতাইকারীকে আটক

নিউজ ডেস্ক:  পুলিশের সাহসিকতায় ঢাকার ব্যস্ততম এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করছে পুলিশ। রাজধানীর তেজগাঁও থানার সাতরাস্তা ক্রসিংয়ে ধাওয়া করে তিন ছিনতাইকারীকে ধরেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ১ লাখ টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়।

শুক্রবার (১৪ মার্চ) সকাল পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীরা হলো—ওয়াসিম, সুমন ও সাগর।

সার্জেন্ট সোহরাব বলেন, শুক্রবার সকালে আমি, সার্জেন্ট বুলবুল এবং এএসআই ফারুক ডিউটি করছিলাম। এ সময় শাহাবুদ্দিন নামে এক ভুক্তভোগী ছিনতাইকারী বলে চিৎকার করছিলেন। পরে আমরা তিনজন ধাওয়া করে ছিনতাইকারী ওয়াসিম, সুমন ও সাগরকে আটক করি। পরে ভুক্তভোগী শাহাবুদ্দিনের দেওয়া তথ্যমতে ওয়াসিমের কোমর থেকে ১ লাখ টাকার একটি বান্ডিল উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগী শাহাবুদ্দিনকে ওই টাকা বুঝিয়ে দিই।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ভুক্তভোগী শাহাবুদ্দিন থানায় মসজিদের দেওয়া অনুদানের ১ লাখ টাকা তার পকেট থেকে নিয়ে দৌড় দেয় ছিনতাইকারীরা। পরে আমরা তিন ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করি।

ভুক্তভোগী শাহাবুদ্দিন বলেন, আমি বাস থেকে নামার সময় পকেট থেকে ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। পরে আমি বুঝতে পেরে চিৎকার শুরু করলে পুলিশের সার্জেন্টরা দৌড়ে তিন ছিনতাইকারীকে ধরে ফেলে। এ সময়ে মসজিদের দেওয়া অনুদানের ১ লাখ টাকা ওয়াসিম নামে ছিনতাইকারীর কোমর থেকে উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অশিক্ষিত এমডি’তে মোশাররফ করিমের সঙ্গে শাকিলা পারভীন

ক্ষতিগ্রস্তদের রিকশা ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান

জাতীয় নগর নীতি ২০২৫ পুনর্গঠনের নির্দেশ উপদেষ্টা পরিষদের

রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫ 

রাজশাহীতে গাছ থেকে গুটি আম নামানো শুরু

এবি ব্যাংক পিএলসি-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত