ভিডিও বুধবার, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এবার ইউএনও’র গাড়িতে হামলা-ভাঙচুর

গোপালগঞ্জে এবার ইউএনও’র গাড়িতে হামলা-ভাঙচুর

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর এবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পংসুর এলাকায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান। ইউএনও বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

ওসি সাজেদুর রহমান দাবি করেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের দুটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে।

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য এ কাজ করা হয়েছে। এ ঘটনায় হতাহতের তথ্য এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।’ এ দিকে সকাল ১০টার দিকে সেনাবাহিনীর, র‌্যাব পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা : বগুড়ার বনানীতে বিক্ষোভ

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকে আবু সাঈদ দেয়াল কর্মসূচি পালন

লিঙ্গসাম্য নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে কঙ্গনা রনৌত

কুষ্টিয়ায় চাঁদা তোলা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

গোপালগঞ্জের পরিস্থিতি ধৈর্যের সঙ্গে সামলানোর চেষ্টা করছে পুলিশ : আইজিপি