ভিডিও রবিবার, ১৬ মার্চ ২০২৫

দিনাজপুরে বউবাজারে ঈদের কেনাকাটায় নারী ক্রেতাদের উপচেপড়া ভিড়

দিনাজপুরে বউবাজারে ঈদের কেনাকাটায় নারী ক্রেতাদের উপচেপড়া ভিড়

দিনাজপুর জেলা প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহে গতকাল শুক্রবার দিনাজপুর শহরের বউ বাজারে উপচেপড়া ভিড়ই জানান দিচ্ছে ঘনিয়ে আসছে ঈদুল ফিতর। এই বাজারে ক্রেতাদের ভিড় প্রচুর। ক্রেতারা জানিয়েছে, ঈদ উপলক্ষে তারা আগেভাগেই কিনতে এসেছে পছন্দের পোশাক। আর বিক্রেতারাও জানান, হঠাৎ বাড়তি ভিড়ে ক্রেতাদের সামলাতে হিমশিম খেতে হয়েছে তাদের।

গতকাল শুক্রবার সাধারণত শহরের দোকানপাট বন্ধ থাকলেও দিনাজপুর শহরের মালদহপট্টির রাস্তার ধারে বসে থান কাপড়, তৈরি পোশাক, শাড়ি, লুঙ্গি, জুতাসহ বিভিন্ন পণ্যের বাজার। মূলত নারীরাই এই বাজারের ক্রেতা হওয়ায় শুক্রবারের এই বাজারটি পরিচিতি লাভ করেছে ‘বউ বাজার’ হিসেবে। সাপ্তাহিক ছুটির দিনে এক বেলা (সকাল থেকে দুপুর পর্যন্ত) দোকান-কর্মচারীদের নিজেদের বাড়তি আয়ের জন্য ও নারী ক্রেতাদের চাহিদা মেটাতে বসে বউবাজার। ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে এই বউ বাজারটি।

প্রতি শুক্রবার মালদহপট্টি ও বাসুনিয়াপট্টির রাস্তার পাশে এই বাজারটি বসলেও ঈদ ঘনিয়ে আসায় এই বউ বাজারের ব্যাপ্তি ছিলো চারুবাবুর মোড় থেকে মালদহপট্টি আইএফআইসি ব্যাংক পর্যন্ত। অন্যান্য দিনের তুলনায় গতকাল এই এলাকায় বসে প্রায় তিনগুণ বেশি দোকান। ক্রেতাদের ভিড়ও ছিলো উপচেপড়া।

বিক্রেতা মাসুদ করিম জানান, ঈদ উপলক্ষে এবার নতুন নতুন পোশাক বিক্রি করছেন তিনি। তিনি বলেন, বাজারে সব জিনিসেরই দাম বেড়েছে। সেই তুলনায় দাম বেশি নয় বলে দাবি করেন তিনি। এই বাজারে প্রতিটি দোকানকে মালিক সমিতির উন্নয়নকল্পে দিতে হয়ে ২০ টাকা করে। গত শুক্রবার এই বাজারে দোকান বসে প্রায় ৪শ’র মতো।

আরও পড়ুন

মালদহপট্টি ফুটপাত বউ বাজার দোকানদার মালিক সমিতির সাধারণ সম্পাদক দিলিপ কুমার বলেন, এ মার্কেটে শুধু দিনাজপুরের নয় ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার ক্রেতারাও কাপড়সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে আসেন। তিনি বলেন, বউ বাজারে নিজস্ব নিরাপত্তার জন্য ছয়জন কর্মী রয়েছে। যার মধ্যে দু’জন মহিলা। এছাড়ার প্রতিটি মোড়ে রয়েছে ট্রাফিক পুলিশ। যাতে করে মহিলারা নিরাপদে কেনাকাটা করতে পারেন।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. মতিউর রহমান বলেন, বউ বাজার দিনাজপুর শহরের একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে প্রতি সপ্তাহের শুক্রবার বাজার বসলেও ঈদ উপলক্ষে এই বাজারের গুরুত্ব বেড়েছে। বাড়তি ভিড়ের কারণে ক্রেতাদের নিরাপত্তার কথা ভেবে ট্রাফিক পুলিশের পাশাপাশি বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সংস্কার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনা সেই সংস্কার চাইনা - জাহাঙ্গীর আলম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার 

বগুড়ার কাহালুতে ৫ ও ৭ বছরে দুই শিশু ধর্ষণের শিকার

সিরাজগঞ্জের রায়গঞ্জে যুব সমাজের ৫ টাকায় ইফতার সামগ্রী বিক্রি

ধর্ষণ মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করুন

দেশকে স্থিতিশীল করতে ইসলামি শাসন প্রয়োজন - অধ্যক্ষ শাহাবুদ্দিন