ভিডিও মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

গণঅভ্যুত্থানের বিজয় দিবসে মুন্সিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

গণঅভ্যুত্থানের বিজয় দিবসে মুন্সিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘বিজয় র‌্যালি’ করেছে মুন্সিগঞ্জ জেলা বিএনপি।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায়,জেলা বিএনপির কার্যালয়ের সামনে,জাতীয় পতাকা ও দলীয় নানা রকম ব্যানার ফেস্টুন হাতে,মিছিল নিয়ে দলে দলে এসে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেয় নেতা কর্মীরা। 

এ সময় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জেলা বিএনপির সদস্য সচিব মো.মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

বিজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য একেএম ইরাদত মানু, আতোয়ার হোসেন বাবুল, শহীদুল ইসলাম শহীদ, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, মিরকাদিম পৌর বিএনপির আহ্বায়ক মো. জসিমউদ্দিন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন।

আরও পড়ুন

এছাড়াও যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রোমান হোসেন, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিকসহ জেলা, শহর ও সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন।

বিজয় র‌্যালিতে অংশ নিয়ে,তারুণ্য নির্ভর বৈষম্যহীন, আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ,যতদ্রুত সম্ভব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আওয়ামীলীগ নেতাকর্মীদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : রেজাউল করিম বাদশা

হাসিনার ষড়যন্ত্র রক্ষায় বামপন্থীরা বর্ণচোরার ভূমিকায়: ছাত্রশিবির

শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের মনুষ্যত্ব জাগিয়ে তোলা : ড. তৃণা হক

১ বছরেও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: সারজিস আলম

বগুড়ার ধুনটে নির্যাতন সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন, দুটোকেই স্বাগত বিএনপির