বগুড়ার সোনাতলায় দুর্ধর্ষ চুরি সংঘটিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার পল্লীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামে।
ওই গ্রামের জনৈক মৃত ফয়েজ উদ্দিন বেপারীর ছেলে ফজলুল হক (তারা)’র ঘরে সিঁধ কেঁটে দুর্ধর্ষ চোরেরা ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে যায়। এতে করে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
আরও পড়ুনএবিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন