সম্মিলিত নাগরিক সমাজ থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক

নিউজ ডেস্ক: ‘সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জ’ নামে একটি ব্যানারে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে রবিবার (১৬ মার্চ) ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে।
এদিকে, কর্মসূচি সফল করতে শনিবার (১৫ মার্চ) দুপুরে হবিগঞ্জ শহরে মাইকিং করা হয়েছে। এদিন, হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জেলা সদরে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের সদস্য সচিব ও হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী শামসুল হুদা বলেন, “জেলার ২৫ লাখ মানুষের দাবি উপেক্ষা করে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।”
তিনি আরো বলেন, “জনস্বার্থবিরোধী এই চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। অনেক আন্দোলন হয়েছে, তারপরও মেডিকেল কলেজ বন্ধের দিকে যাচ্ছে প্রশাসন বলে জানা গেছে। এরই প্রতিবাদে রবিবার সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে। এর মাধ্যমে সারা দেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।”
হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের একরোখা সিদ্ধান্তের কারণে হবিগঞ্জবাসী মেডিকেল কলেজ হারাতে বসেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে হবিগঞ্জবাসী ক্ষতিগ্রস্ত হবে। তারা এই সিদ্ধান্ত বাতিল করে শিগগির মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবি জানান।
২০১৮ সালে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করা হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ গণঅভ্যন্থানের পর নাম পাল্টে হবিগঞ্জ মেডিকেল কলেজ রাখা হয়। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের তিনটা ফ্লোরে এ হাসপাতালের কার্যক্রম চলছে। এ কলেজটি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে একীভূত করা হবে বলে আলোচনা রয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, “যতটুকু জেনেছি, তারা নতুন ব্রিজ এলাকায় মানববন্ধন করবে। মহাসড়ক অবরোধ করার কোন সংবাদ পাইনি। মহাসড়কে শান্ত পরিবেশ রাখার স্বার্থে হাইওয়ে পুলিশ সর্তক রয়েছে।”
মন্তব্য করুন