ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বগুড়ায় তারেক রহমানের ‘চাচাতো ভাই’ পরিচয়ে প্রতারণা : ভুয়া ব্যারিস্টার শামীম গ্রেফতার

তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দানকারী ভুয়া ব্যারিস্টার গ্রেফতার, ছবি: রাহেনুর ইসলাম।

স্টাফ রিপোর্টার : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘চাচাতো ভাই’ পরিচয়ে প্রতারণা করে যুবদলের পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় শামীম রহমান নামে এক ভুয়া ব্যারিস্টারকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪নং সেক্টরের মাটির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর আজ বিকেলে তাকে সদর আমলি আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের সাত দিনের রিমান্ড চেয়ে তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এসআই আবু জাফর আবেদন করেন। শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে তিন দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

গ্রেফতারকৃত শামীম রহমান (৩৩) বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লিল মিয়ার ছেলে। এসএসসি পাশ না করেও নিজেকে ব্যারিস্টার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে জেলা ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান। মামলার বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, প্রতারণার ঘটনায় যুবদল নেতা হারুন-উর রশিদ গত ২ জুলাই রাতে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি উল্লেখ করেন, কিছু দিন আগে ঢাকায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইমরান হোসেন ও গোলাম রব্বানী জায়েদারের সাথে শামীম রহমানের পরিচয় হয়। এসময় শামীম নিজেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘চাচাতো ভাই’ ও পেশায় ব্যারিস্টার বলে জানায়। সে বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে ভালো পদ-পদবী পাইয়ে দিতে পারবে জানিয়ে গত ২২ জুন বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়ার মম ইন কফি সপে ওই দুইজনকে আসতে বলে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা দুইজন মমইনে কফি সপের সামনে যায়। এসময় প্রতারক শামীম রহমান কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার জন্য ইমরানের কাছে দুই লাখ এবং গোলাম রব্বানীকে জেলা যুবদলের পদ দেওয়ার কথা বলে এক লাখ টাকা দাবি করে। তখন ইমরান ৩০ হাজার ও রব্বানী ২০ হাজার-মোট ৫০ হাজার টাকা তাকে প্রদান করেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন মারফতে খোঁজখবর নিয়ে জানতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তারা।

ডিবি’র ওসি ইকবাল বাহার জানান, পরবর্তীতে বিভিন্নভাবে যাচাই-বাছাই করে তারা জানতে পারেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন কোনো আত্মীয় নেই। চতুর শামীম দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় একই কৌশলে প্রতারণা করে আসছে। কখনো নেতাকর্মীদের, আবার কখনো প্রশাসনের কর্মকর্তাদের ফোন ও মেসেজ দিয়ে পদ-পোস্টিংয়ের আশ্বাস দিয়ে অর্থ আদায় করতো সে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম রহমান প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার জন্য দীর্ঘদিন ধরে নিজেকে বিএনপি’র প্রভাবশালী আত্মীয় পরিচয় দিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের জন্যই সে নিজেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই ও ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দিয়েছে বলে স্বীকার করেছে।

আরও পড়ুন

এসময় শামীমের কাছ থেকে ডজনখানেক বিভিন্ন কোম্পানির সিম কার্ড, দুইটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড ও তার নামের বিভিন্ন ব্যাংকের ১০টি সইকৃত ফাঁকা চেক উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতারক শামীমের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এসআই আবু জাফর বলেন, আজ বিকেলে আসামি শামীমকে আদালতে হাজির করে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে তিন দিনের রিমান্ড মুঞ্জুর করেছেন। পরে তাকে রিমান্ডে 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার ওএমআর শিট পূরণ করে দেওয়ায় ২ শিক্ষক আটক

ইউক্রেনে চার শতাধিক ড্রোন ছুড়ল রাশিয়া

টি-টোয়েন্টিতে সিরিজ জয় জুলাই শহিদদের উৎসর্গ করলেন লিটন

গোপালগঞ্জের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

নিজেকে চ্যালেঞ্জ জানানোর মতো কাজ করতে চান সোনাক্ষী

গোপালগঞ্জে এত বড় হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা