ট্রলারে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
_original_1742051637.jpg)
নিউজ ডেস্ক: পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর তালতলা পয়েন্টে মধ্যরাতে তরমুজ বোঝাই ট্রলারে ডাকাতির চেষ্টা হয়েছে। এসময় ডাকাতরা আটজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজনদের গণপিটুনিতে এক ডাকাত মারা যায়।
শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি তারা।
এর আগে, শুক্রবার (১৪ মার্চ) মধ্যরাতে তেঁতুলিয়া নদীতে ডাকাতি ও গনপিটুনির ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে তেঁতুলিয়া নদীর তালতলা পয়েন্টে ৭-৮ জন ডাকাত একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ১০ হাজার পিস তরমুজ বোঝাই একটি ট্রলারের পিছু নেয়। ধাওয়া করে তারা ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে ট্রলারটির নিয়ন্ত্রণ নেয়। ডাকাতরা ট্রলারে থাকা আটজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় এক ব্যক্তি সাহসিকতার সঙ্গে এক ডাকাতকে ঝাপটে ধরে নদীতে ঝাঁপ দেন। আতঙ্কিত হয়ে ডাকাত দল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে নদী তীরবর্তী স্থানীয়রা চিৎকার শুনে জড়ো হন এবং আটক ডাকাতকে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন
বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতসহ অন্য আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত হওয়ায় ডাকাতকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ২টার দিকে তিনি মারা যান।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “একজন ডাকাত গ্রেপ্তার হয়েছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
মন্তব্য করুন