ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘদিন বন্ধ করে রাখা বাগাতিপাড়ার ‘ইউএনও পার্ক’ এখনও খোলা হচ্ছে না

দীর্ঘদিন বন্ধ করে রাখা বাগাতিপাড়ার ‘ইউএনও পার্ক’ এখনও খোলা হচ্ছে না। ছবি : দৈনিক করতোয়া

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : বন্ধ করে রাখা নাটোরের বাগাতিপাড়ার একমাত্র বিনোদন কেন্দ্র ইউএনও পার্ক এখনও খোলেনি উপজেলা প্রশাসন। এতে চরম বিপাকে পড়েছেন ভ্রমণ পিপাসুরা। প্রায়ই এখানে ঘুরতে এসে পার্ক বন্ধ পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা। তাই দ্রুত পার্কটি খুলে দেওয়ার দাবি স্থানীয়দের।

জানা যায়, নাটোরের বাগাতিপাড়া ও লালপুরবাসীর যোগাযোগ সহজ করতে মালঞ্চি বাজারের কাছে বড়াল নদের উপর ১শ’ মিটার সেতু নির্মাণ করে সরকার। এরপর এলাকার বাগাতিপাড়া সীমানার লক্ষণহাটি এলাকায় বড়াল নদের ধারে মানুষের বিনোদনের কথা চিন্তা করে সেখানে পার্ক নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

পরে ২০১৬ সালে প্রায় চার বিঘা জমির ওপর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ফরহাদ আহমেদ উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও পার্ক নামে একটি পার্ক নির্মাণের কাজ শুরু করেন। পরবর্তীতে তার বদলি হলে ২০২১ সালে তৎকালীন ইউএনও প্রিয়াংকা দেবী পাল অসম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করেন এবং তৎকালীন এমপি এর উদ্বোধন করেন। উপজেলায় বিকল্প কোন বিনোদন পার্ক না থাকায় দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছিল পার্কটি। তবে গত ঈদুল ফিতরের কয়েকদিন আগে পার্কটি হঠাৎ বন্ধ করে নোটিশ ঝুলিয়ে দেয় উপজেলা প্রশাসন।

জানা যায়, পার্কটি পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের সাথে আর্ট হকার নামে এক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. পলাশ আহমেদ প্রাইভেট পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হন। তবে তিনি চুক্তির শর্ত ঠিকভাবে না মানায় পার্কটি বন্ধ করে দিয়েছে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা।

আরও পড়ুন

গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্কের গেটে তালা ঝুলছে আর সামনে পার্ক বন্ধের নোটিশ টানানো রয়েছে। এসময় সেখানে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, তারা বিনোদনের জন্য এখানে আসে। আজও পরিবার পরিজন নিয়ে এসেছিলেন তবে পার্কটি বন্ধ থাকায় তারা ফিরে যাচ্ছেন।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা বলেন, পার্কটির পার্টনার চুক্তি ভঙ্গ করায় তাদের ক্ষতি হচ্ছিল। তাই তার চুক্তি বাতিল করে পার্কটি বন্ধ করা হয়ছে। তবে এবার পার্কটি উপজেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় চালু করা হবে, তবে এর জন্য কিছুটা সময় লাগবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিভিয়ার মাঠে হারল ব্রাজিল

সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো: শিবির সভাপতি

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন সেবাস্তিয়ান লেকর্নু

ডাকসুতে বিপুল ভোটে বিজয়ী হলেন সেই তন্বী

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় ২৪ জন নিহত

বিপুল ভোটে জয় পেলেন জুলাই আন্দোলনে চোখ হারানো জসিম