ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

নরসিংদীতে ১২ দিনে শিশুসহ ৮ ধর্ষণ

নরসিংদীতে ১২ দিনে শিশুসহ ৮ ধর্ষণ

নিউজ ডেস্ক:   নরসিংদীতে মার্চে ১২ দিনে ৮ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে ১০০ শয্যা সদর হাসপাতালের আরএমও। 

এরমধ্যে পাঁচ বছরের শিশু থেকে শুরু করে ৫০ বছরেরও বেশি বয়সী নারী রয়েছে। 

বিভিন্ন ভয়-ভীতি, পারিবারিক মানসম্মান রক্ষার চাপ, সামাজিকতা রক্ষা, পারিপার্শ্বিক চাপসহ বিভিন্ন কারণে তারা থানা পর্যন্ত যাওয়ার সাহস পাইনি। বিচারের জন্য দাঁড়াতে পারেনি। এর আগেই ধামাচাপা দিয়ে দেওয়া হয় ধর্ষণের ঘটনাগুলিকে। 

সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ১৯ ফেব্রুয়ারি মাধবদীতে। এক গর্ভবতী নারীকে তিনদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে কয়েকজন। ভুক্তভোগী ঐ নারীর স্বামী জামিনের ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে পাঁচদোনা এলাকায় একটি মার্কেটের কক্ষে আটকে ইকবাল, পাপ্পুসহ ও অজ্ঞাত আরও কয়েকজন মিলে টানা তিনদিন পর্যন্ত মর্মান্তিক পাশবিক নির্যাতন চালায়। এরপর তিনি বাদী হয়ে মাধবদী থানায় মামলা করলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

নরসিংদী সরকারি কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী আফরোজা ও মৌমিতা বলেন, “বর্তমানে কোথায়ও নিরাপত্তা বোধ করছি না। কোথাও গেলে ভিতর প্রচণ্ড ভয় কাজ করে। কখন জানি কি হয়ে যায়! প্রতিটি মেয়ে এক অনিশ্চিত নিরাপত্তা হীনতায় ভুগছে। দেশের মধ্যে একের পর এক ধর্ষণ, মেয়েদের উপর নিম্ন-নির্যাতন চলছেই। ৩-৪ বছরের ছোট্ট মেয়েটিও বাদ যাচ্ছে না ধর্ষকদের কবল থেকে। আমাদের নরসিংদীতেও ধর্ষণের এবং নির্যাতনের খবর পাচ্ছি। তাহলে নারীদের নিরাপত্তা সরকার, দেশ, প্রশাসন কতটুকু দিতে পারছে!”

আরও পড়ুন

 

নরসিংদী জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার মিজানুর রহমান বলেন, “এটেম টু রেপ বা ধর্ষণের ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফিজিক্যাল অ্যাসল্ট বা হ্যারেজমেন্টের রোগী আসে প্রধান দায়িত্ব হলো তার চিকিৎসা জরুরি ভিত্তিতে নিশ্চিত করা। তার নিরাপত্তা প্রদান করা। মানসিক সাপোর্ট দেওয়া।”

নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক বলেন, “দেখা যাচ্ছে ৪০ বছর ৫০ বছর ৬০ বছরের বৃদ্ধ আট বছরের দশ বছরের একটি শিশু সন্তানকে ধর্ষণের শিকার করছে। এক্ষেত্রে আমাদের সকল সেক্টরকে সচেতন হতে হবে। ধর্ষণ কমাতে গেলে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। ধর্ষণ কি! অমানবিক, অনৈতিক এবং পাশবিক নির্যাতন। এটা যদি আমরা বন্ধ করতে না পারি। আমাদের পুরো জেনারেশনটাই নষ্ট হয়ে যাবে।” 

নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, “নরসিংদী জেলা পুলিশ সর্বাত্মকভাবে ধর্ষণের শিকার নারীদের পাশে দাঁড়াচ্ছে। অপরাধীদের গ্রেফতার করছে। কয়েকদিন আগে মাধবদীতে যে ধর্ষণে অভিযোগ উঠে। সেই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আমরা খুব দ্রুত গ্রেপ্তার করি। কোন ধর্ষণকারীকে ছাড় দেওয়া হবে না। যখন যেখানে যে অভিযোগ পাচ্ছি, তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি এবং সেটা অব্যাহত থাকবে। নারীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ

ফ্যাসিবাদীকে প্রতিহত করতে হলে দেশে নির্বাচিত সরকার প্রয়োজন : রিজভী

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সৎ ও দক্ষ  নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে  শ্রমিক কল্যাণ ফেডারেশন --গোলাম রব্বানী

জমির বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের ৭ দিন পর মৃত্যু

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ