ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১২

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১২, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে বিদ্রোহীদের দখলে থাকা একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসনিক এক কর্মকর্তা জানিয়েছেন, বেসামরিক এলাকা লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, যা দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, জান্তা বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্রমবর্ধমান বিমান হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৬০ কিলোমিটার (৪০ মাইল) উত্তরে লেতপানহ্লা গ্রামে হামলা চালিয়েছে জান্তা বাহিনী। চার বছর আগে সেনাবাহিনী যখন দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করে সে সময় অস্ত্র হাতে তুলে নেয় সিঙ্গুরের ওই গ্রামের অভ্যুত্থান-বিরোধী গেরিলাদের পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। গ্রামটি এখনও তাদের দখলেই আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বলেন, জনবহুল ওই এলাকায় বোমা ফেলার কারণে অনেক মানুষ নিহত হয়েছে। লোকজন যখন বাজারে যাচ্ছিল তখন ওই হামলার ঘটনা ঘটেছে। ওই কর্মকর্তা বলেন, আমরা এখন একটি তালিকা তৈরি করছি। এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে স্থানীয় পিডিএফ ইউনিট জানিয়েছে যে, হামলার ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। খবর : বিবিসি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১

বগুড়া গাবতলীর বালিয়াদিঘীর স্নিগ্ধ বেকারীর ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ার সোনাতলায় রাশেদ হত্যা মামলায় দুই স্কুল শিক্ষকসহ তিনজন কারাগারে

তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের মুক্তির সনদ : সাবেক এমপি মোশারফ