ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 

নিউজ ডেস্ক:  গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় লুমেন টেক্সটাইল কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এর ফলে এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগ পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকরা। 

রবিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়ক অবরোধ করেন। 

শ্রমিকরা জানান, প্রতিমাসেই বেতন দিতে দেরি করে কারখানা কর্তৃপক্ষ। রমজান মাস উপলক্ষে আগে বেতন দিতে বলা হয়েছিল তাদের। আজ বেতন দেওয়ার কথা ছিল। এখন কর্তৃপক্ষ বলেছে, আজও নাকি বেতন দেবে না। রমজান মাস বেতন ছাড়া সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন।

লুমেন টেক্সটাইল কারখানা শ্রমিক আনোয়ার হোসেন বলেন, ‍“আমাদের কারখানায় ৩০০-৪০০ জন শ্রমিক কাজ করেন। রাত ১১টা ১২টা পর্যন্ত ডিউটি করায় কোনো নাইট বিল দেয় না কর্তৃপক্ষ। ইনক্রিমেন্ট নেই। ডিসেম্বর থেকে ছুটি দেয়নি। মাসের ১৫-২০ তারিখ বেতন দেয়। রমজান মাসের কারণে আগে বেতন চেয়েছি, তবু ম্যানেজমেন্ট গুরুত্ব দেয় না। বেতন দেওয়ার কথা কিন্তু দেবে না বলে ঘোষণা দিয়েছে। এজন্য আমরা মহাসড়ক অবরোধ করেছি।” 

আরও পড়ুন


এ বিষয়ে জানতে লুমেন টেক্সটাইল কারখানার ভেতরে গিয়ে কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।


গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। বর্তমানে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২