ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কাহালু সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে বহুল আলোচিত দুই শিশু ঘর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ধর্ষক নুর ইসলামের সর্বোচ্চ শাস্তির দাবিতে কাহালু সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে কাহালু সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ। শিক্ষার্থী সোহবার হোসেনের সভাপতিত্বে সেখানে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, পৌর ছাত্রদলের রিমন রাহাত প্রমুখ।
মন্তব্য করুন