আলিয়ার ‘কান’ যাত্রা
_original_1742226960.jpg)
বিনোদন ডেস্ক ঃ কান চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি নিজের জন্মদিনের আগে তিনি গণমাধ্যমের সঙ্গে একটি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ ঘোষণা দেন। ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ১৩ থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। উৎসবের মনোনয়ন তালিকা এপ্রিলের মাঝামাঝি প্রকাশিত হবে। খবর ফিল্ম ফেয়ারের। আলিয়া সবসময় তার অনবদ্য অভিনয় দিয়ে ভক্তদের মুগ্ধ করে থাকেন। এবার তার সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করতে চলেছেন।
এর আগেও বেশ কয়েকজন ভারতীয় তারকা কান উৎসবে রেড কার্পেটে পা রেখেছেন এবং সম্মানজনক পুরস্কারও জিতেছেন। উদাহরণস্বরূপ, ঐশ্বরিয়া রায় বচ্চন ২০০২ সালে আত্মপ্রকাশের পর থেকে নিয়মিত কান উৎসবে অংশ নিচ্ছেন। দীপিকাও ২০১০ সালে কান উৎসবে আত্মপ্রকাশে করেন এবং তারপর থেকে প্রায় প্রতি বছরই রেড কার্পেটে তার দুর্দান্ত উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন। এ ছাড়া সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং আনুশকা শর্মাও কান উৎসবের রেড কার্পেটে হেঁটেছেন।
আরও পড়ুনগত বছর পায়েল কাপাডিয়া তার ছবি অল উই ইমাজিন অ্যাজ লাইটের জন্য গ্র্যান্ড প্রিক্স জিতে নেন। এ ছাড়া, পুনের এফটিআইআই (ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া)-এর ছাত্র চিদানন্দ এস নাইর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো’ লা সিনেফ পুরস্কারে ভূষিত হয়। পাশাপাশি অনসূয়া সেনগুপ্ত ভারতকে গর্বিত করেছিলেন, কারণ তিনি ‘দ্য শেমলেস’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েন।
মন্তব্য করুন