ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

দু’জনের বিরুদ্ধে চার্জশিট

বগুড়ায় মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় চাকরি, দু’জনের বিরুদ্ধে চার্জশিট

বগুড়ায় মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় চাকরি, দু’জনের বিরুদ্ধে চার্জশিট

কোর্ট রিপোর্টার : বীর মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি প্রদানে সহায়তা করে সরকারি ৯ লাখ ৬৭ হাজার ৭০৫ টাকা আত্মসাতের অভিযোগ এনে সহায়তাকারী ও ফায়ার ফাইটারসহ দুইজনকে অভিযুক্ত করে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা কার্যালয় এই অভিযোগপত্র দাখিল করে।

এই মামলায় অভিযুক্ত আসামিরা হলো-বগুড়ার সোনাতলা উপজেলার খিতাবের পাড়ার মৃত ফয়েজ উদ্দিন মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং একই উপজেলার নয়াপাড়ার জাহিদুল ইসলামের ছেলে ফেনীর ফুলগাজী উপজেলার বাংলাদেশ ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার ফরহাদ হোসেন। দুদক প্রধান কার্যালয়ে নির্দেশে অভিযোগটি ওই আসামিদের বিরুদ্ধে অনুসন্ধন শেষে দুদক জেলা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বাদি হয়ে গত বছরের ৩০ জানুয়ারি এই মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগে উল্লেখ করা হয়, বীর মুক্তিযোদ্ধা আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অন্যের সন্তানকে নিজ সন্তান পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন পদে চাকরি প্রদান করেন। তার রাশেদা খাতুন ও মোর্শেদা খাতুন নামের দুই মেয়ে ছাড়া আর কোন সন্তান নেই। তিনি মুক্তিযোদ্ধা সনদ দিয়ে জালিয়াতি করে তার চাচাতো ভাই জাহিদুল ইসলামের ছেলে আসামি ফরহাদ হোসেনকে নিজের সন্তান পরিচয় দিয়ে ২০১৯ সালের ২৫ আগস্ট ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার পদে চাকরি পেতে অবৈধভাবে সহায়তা করেন।

আরও পড়ুন

পরে ফেনীর ফুলগাজী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হিসেবে ফরহাদ হোসেন কর্মরত থাকাকালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কছে অভিযোগ করা হলে অনুসন্ধান করে ওই আসামিদের বিরুদ্ধে এই মামলা করা হয়।

দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রোকনুজ্জামান মামলাটি তদন্ত শেষে ওই আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে সরকারি ৯ লাখ ৬৭ হাজার ৭০৫ টাকা ৩০ পয়সা আত্মসাৎ করেছেন মর্মে উল্লেখ করে গত ৯ মার্চ অভিযোগপত্র দাখিল করেন। আসামিদের পলাতক থাকায় অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা এবং হুলিয়া জারির আবেদন করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনেই সব চামড়া ঢাকায় না পাঠানোর পরামর্শ রাজশাহীর ডিসির

বগুড়ার সোনাতলায় তুহিন বাদশা হত্যা মামলার আসামি সুরুজ গ্রেফতার

বগুড়ার বাজারে ধানের দাম বেশি হওয়ায় নির্ধারিত মূল্যে কিনতে পারছে না খাদ্য বিভাগ

জয়পুরহাটের কালাইয়ে ২’শ ফিট রাস্তার মাটি ভরাট, কুড়ি বছরের প্রতীক্ষার অবসান ঘটালো গ্রামবাসী

বগুড়ার শাজাহানপুর আ‘ লীগের যুগ্ম-সাধারণ সমম্পাদক ইমরান গ্রেফতার

বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে গার্মেন্টস কর্মীর অনশন