ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক:  রাজবাড়ীতে গণধর্ষণে জড়িত এজাহারভুক্ত পলাতক আসামি মশিউর রহমান মিথুন মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।সোমবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।গ্রেপ্তার মিথুন মোল্লা রাজবাড়ী পৌর এলাকার ৫নং ওয়ার্ড সজ্জনকান্দা মধ্য পাড়া এলাকার মো. রহমত মোল্লার ছেলে।প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়িছে, গত ২৮ ফেব্রুয়ারি রাতে ভিকটিমের (২২) রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরের ভাড়া বাসায় মেহমান হারুন (৪০) প্রবেশ করলে আসামি মিথুনসহ (২৮) অন্যান্য আসামিরা ওই বাসায় আসে এবং ভিকটিম ও হারুন অসামাজিক কার্যকলাপ করছে বলে ভয় দেখিয়ে হারুনের কাছে ২ লাখ টাকা দাবি করে। এ সময় নগদ ১০ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে আরও ৬৭ হাজার টাকা হারুনের কাছ থেকে জোরপূর্বক নিয়ে নেয় মিথুনসহ অন্যান্য আসামিরা। তবে দাবিকৃত অবশিষ্ট টাকা না পেয়ে আসামি মিথুনসহ অনান্য আসামিরা ভিকটিমকে ওই দিন রাতেই পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম (২২) নিজে বাদী হয়ে ২৯ জানুয়ারি রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই ধর্ষক মিথুন পলাতক ছিলেন।

আরও পড়ুন

র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার বলেন, র‌্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার আসামি মিথুনকে গ্রেপ্তার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে রাস্তা অবরোধ করে কৃষকের বিক্ষোভ 

লালমনিরহাটে নজর কাড়ছে রোপা-আমন ক্ষেত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

তারেক রহমানের উপহার পেলেন ক্ষুদে ফুটবলার জিসান, নিলেন দায়িত্ব 

ডেঙ্গু : আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬