ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরহাটে নজর কাড়ছে রোপা-আমন ক্ষেত

লালমনিরহাটে নজর কাড়ছে রোপা-আমন ক্ষেত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের রোপা-আমন ধান ক্ষেত যেন সবুজের সমারোহ। বিস্তীর্ণ এলাকাজুড়ে নজর কাড়ছে রোপা-আমন ক্ষেত। চারদিকে এক নয়নাভিরাম রোপা-আমন ধান ক্ষেতের এমন দৃশ্য। কৃষকের আগামীর সোনালী স্বপ্ন লুকিয়ে আছে সবুজ রোপা-আমন ধান ক্ষেতের মাঝে। শরৎ এর রোদ-বৃষ্টির খেলায় সবুজের আভা ছড়িয়ে পড়েছে চারদিকে।

কৃষকের মনে উঁকি দিচ্ছে এক ভিন্ন আমেজ। সবুজ ঘেরা রোপা-আমনের মাঠ দেখে বারবার ফিরে তাকায় কৃষক-কৃষানিরা, থমকে দাঁড়ায় পথিকও। এবার বর্ষা মৌসুমের শুরু থেকেই বৃষ্টি না হওয়ায় রোপা-আমন লাগাতে কৃষকদের বিড়ম্বনায় পড়তে হয়। আষাঢ় মাসের মাঝামাঝিতে রোপা-আমন ধান চাষ করার নিয়ম থাকলেও বৃষ্টি না হওয়ায় তা সম্ভব হয় নি কৃষকের পক্ষে। ধান রোপণ নিয়ে কৃষক পড়ে বিপাকে। দেরিতে বৃষ্টি হলেও ইতিমধ্যে রোপা-আমন রোপণের লক্ষ্যমাত্রার শতভাগ সম্পন্ন হয়েছে।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে এ জেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ৮৬হাজার ৬শ’ ৫০হেক্টর জমিতে রোপা-আমন আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৮৫হাজার ৩শ’ ৫০হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদ হয়েছে। এবারও রোপা-আমনের বাম্পার ফলন হবে বলে কৃষক-কৃষানিরা আশা করছেন।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় ফসলের মাঠ ঘুরে দেখা যায়, রোপা-আমন ধানের ক্ষেত প্রকৃতির খেয়ালে গাঢ় চির সবুজ রঙ ধারণ করেছে। সবুজে ঘেরা রোপা-আমনের মাঠে কৃষক ব্যস্ত সময় পার করছেন। ধান গাছ ভালো রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষকেরা ক্ষেতের সার্বক্ষণিক পরিচর্যা করছেন। মাঝে মধ্যে হচ্ছে বৃষ্টি, রোপা-আমন আবাদের জন্য আবহাওয়া রয়েছে অনুকূলে।

আরও পড়ুন

আর কিছুদিন পরই কৃষকদের রোপা-আমন ক্ষেতে বের হবে মৌ মৌ গন্ধ। সোনালী স্বপ্নে সোনালী ধানে ভরে উঠবে কৃষকের শূন্য গোলা। লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহায়েল আহমেদ বলেন, বর্তমানে রোপা-আমন ধানের ক্ষেত সবুজে ভরে উঠেছে। কৃষি অফিস থেকে আমরা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সময় মতো পরামর্শ দেওয়ায় রোপা-আমন ক্ষেতে এবার রোগবালাই কম। তাই এবারও ধানের বাম্পার ফলনের আশা করছি।

এবিষয়ে গতকাল রোববার কথা হলে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড: মো: সাইখুল আরিফিন বলেন, এ মৌসুমে ৮৬হাজার ৬শ’ ৫০হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে মোট ৮৫হাজার ৩শ’ ৫০হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় রোপা আমনের ফসল ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসির ঝিলিক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের কাহারোলে মাদকসেবীর পাঁচ মাসের কারাদন্ড

বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

ঠাকুরগাঁয়ে সাতদিনেও সন্ধান মিলেনি তিন কিশোরীর

কক্সবাজারে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

বিদেশি চকলেটের আড়ালে ডাকযোগে আসতো ভয়ংকর মাদক এমডিএমএ