ভিডিও বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

না থেকেও দলের পাশে থাকবেন মেসি

না থেকেও দলের পাশে থাকবেন মেসি,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ঘোষিত দলে জায়গা পাননি লিওনেল মেসি। এর আগে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফলে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ে দেখা যাবে না দুই সেরা তারকাকেই।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মার্চের বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে মেসিকে ছাড়া। বাংলাদেশ সময় ২২ মার্চ ভোর সাড়ে ৫টায় মন্টিভিডিওতে উরুগুয়ের এবং ২৬ মার্চ সকাল ৬টায় বুয়েন্স আইয়ার্সে ব্রাজিলের মুখোমুখি হবে তারা। ৩৩ জনের প্রাথমিক দলে থাকলেও সোমবার ঘোষিত ২৬ জনের দলে রাখা হয়নি মেসিকে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মেজর সকার লিগে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলে জেতা ম্যাচে বাঁ ঊরুতে ব্যথা পান মেসি। এমআরআই স্ক্যানে ধরা পড়ে তার পায়ের পেশিতে ‘লো-গ্রেড ইনজুরি’ রয়েছে। সুস্থ হয়ে উঠতে আপাতত যুক্তরাষ্ট্রেই থাকবেন তিনি।

জাতীয় দলের সঙ্গে গত দুই দশকের পথচলায় বিশ্বকাপ, দু’বার কোপা আমেরিকাসহ অনেক শিরোপা জিতেছেন মেসি। তার পরও এ দুটি ম্যাচ খেলতে পারছেন না বলে বেশ হতাশ ইতিহাসের অন্যতম সেরা এ ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই হতাশার কথা তুলে ধরে সমর্থক হিসেবে দলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি, ‘জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি খুবই স্পেশাল ম্যাচে খেলতে না পারা দুঃখজনক। বরাবরের মতো আমি সেখানে থাকতে চেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে ছোট একটি চোট আমাকে আবার খেলা থেকে বিরতি নিতে বাধ্য করেছে। দল থেকে আমাকে ছিটকে দিয়েছে। আমি এখান থেকেই দলকে উৎসাহ দেব এবং অন্য আরেকজন ভক্তের মতো দলকে সমর্থন করব ও গলা ফাটাব। এগিয়ে চলো আর্জেন্টিনা...!’ 

আরও পড়ুন

মেসির পাশাপাশি আগামী দুই ম্যাচে পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল ও জিওভান্নি লে সেলেসোকে পাচ্ছে না আর্জেন্টিনা। উঠতি তারকা ক্লদিও এচেভেরিও নেই। তাই আক্রমণভাগ নিয়ে কিছুটা চিন্তায় আছেন আর্জেন্টিনা বস স্কালোনি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌক্তিক সমাধান জরুরি

সিরাজগঞ্জে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

পাবনার সুজানগরে ৬ হাজার টিউবওয়েল অচল, বিশুদ্ধ পানির সংকট তীব্র

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন লাখ টাকা জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জে তিন প্রতারক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা