স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নরসিংদীর পলাশে স্ত্রীর সঙ্গে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে শাহজাহান(৩০) নামের একজন লোক আত্মহত্যা করেছেন।
আজ বুধবার (১৯ মার্চ) ভোরে সে আত্মহত্যা করে।
নিহত শাহজাহান ঘোড়াশাল পৌরসভার পলাশ বাজার এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে এবং একই বাজারের ব্যবসায়ী।
চার বছরের এক ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে পলাশ বাজারের একটি বাসায় বসবাস করতেন তিনি।
আরও পড়ুনপুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নারগানা এলাকার শফিক মিয়ার মেয়ে সুকন্যাকে বিয়ে করেন শাহজাহান। দাম্পত্য জীবনে তাদের হোসেন নামে চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ইতিপূর্বে সুকন্যা সংসারে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দিলে স্ত্রী ঝগড়া করে শাহজাহানকে রেখে বাপের বাড়ি চলে গেলেও পরে আবারও তারা একসঙ্গে সংসার জীবন শুরু করে।
সর্বশেষ গতকাল রাতে স্বামী-স্ত্রীর সাথে ঝগড়ার হয়। বুধবার ভোরে সেহরি খেয়ে স্ত্রীকে পাশের রুমে রেখে একই বাসার অন্য আরেকটি রুমে ঘুমাতে যান শাহজাহান। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী স্বামীকে ডাকতে যায়। এসময় ভিতর থেকে রুমটি আটকানো ছিল। পরে অনেক ডাকাডাকি করার পরও সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে শাহজাহানকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হলে তার মৃতদেহ উদ্ধার করে।
পলাশ থানার ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্ধার কিরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন