ভিডিও বুধবার, ১৯ মার্চ ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে আলু সংরক্ষণে হিমাগারের স্বল্পতা প্রকট

গাইবান্ধার পলাশবাড়ীতে আলু সংরক্ষণে হিমাগারের স্বল্পতা প্রকট

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দিন দিন আলুর আবাদ বৃদ্ধি পাচ্ছে। এ বছরও লক্ষ্যমাত্রার চেয়ে ২০০ হেক্টর বেশি জমিতে আলুর চাষ হয়েছে এখানে। উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু জানান, চলতি বছর পলাশবাড়ীতে উপজেলায় ১২ হাজার ২০০ হেক্টর জমিতে গোল আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল কিন্তু লক্ষ্যমাত্রার চেয়েও ২০০ হেক্টর জমিতে গোল আলুর আবাদ হয়েছে।

জানা যায়, পলাশবাড়ী উপজেলার মাটি অনেকটাই উর্বর, এই মাটিতে সব রকম শস্য ফলে। ধান, গম, ভুট্টার পাশাপাশি  সব ধরনের শাক-সবজির আবাদ হয় এখানকার মাটিতে। আর কৃষকরাও বেশ পরিশ্রমী। একটি পৌরসভা ও ৮ টি ইউনিয়ন নিয়ে পলাশবাড়ী উপজেলা।

এই উপজেলা চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আলু ও কচু উৎপাদনে রেকর্ড গড়েছে। সব ইউনিয়নে কমবেশি আলুর আবাদ হলেও চারটি ইউনিয়নে সব চেয়ে বেশি আলুর আবাদ হয়। এর মধ্যে কিশোরগাড়ী, হোসেনপুর, বরিশাল ও মহদীপুর  ইউনিয়নে সর্বাধিক আলুর আবাদ হয়ে থাকে।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ব্যাপক ভাবে আলুর মূল্যবৃদ্ধির কারণে এ বছরও পলাশবাড়ীতে ব্যাপক আলুর চাষ হয়েছে কিন্তু উৎপাদিত গোল আলু স্থানীয় হিমাগার না থাকায় সংরক্ষণের সুযোগ পাচ্ছে না কৃষক ও ব্যবসায়ীরা।

আরও পড়ুন

এমন পরিস্থিতিতে পলাশবাড়ী উপজেলায় আরো হিমাগার প্রয়োজন বলে মনে করেন ভুক্তভোগী কৃষক ও আলু ব্যবসায়ীরা। পলাশবাড়ী নিজস্ব এলাকায় হিমাগার না থাকায় কৃষকরা পাশ্ববর্তী পীরগঞ্জ ধাপেরহাট গোবিন্দগঞ্জ ও রংপুর হিমাগারে আলু রাখছেন। তাতে যাতায়াত খরচ বেশি হওয়ায় কৃষকদের লাভের চেয়ে লোকসানই বেশি হচ্ছে বলে জানান কৃষক সবুজ।

পর্যবেক্ষকরা মনে করেন, বর্তমানে আলু অর্থকরী ফসল। তা ছাড়া ভাতের উপর চাপ কমাতে আলুর অবদান রয়েছে। আলু সল্প মেয়াদী ফসল ও কম খরচে অধিক ফলন পাওয়া যায়। আলুকে কেন্দ্র করে বেশ কিছু শিল্প কারখানা গড়ে উঠতে পারে বিভিন্ন এলাকায়। আলু দিয়ে ভালোমানের তরকারি হওয়ায় এর জনপ্রিয়তাও বেশি। সেই কারণে আলু চাষে কৃষককে কোন ভাবেই নিরুৎসাহিত করা যাবে না।

সেই সাথে আলুর চাষ বাড়াতে সার্বিক সহযোগিতার পাশাপাশি আলু সংরক্ষণে  হিমাগার প্রতিষ্ঠা করার বিষয়টি এখন সময়ের দাবি। দেশের চাহিদা মিটিয়ে আলু রপ্তানির দিকে নজর  দিলে দেশ ও দেশের কৃষক লাভবান হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌক্তিক সমাধান জরুরি

সিরাজগঞ্জে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

পাবনার সুজানগরে ৬ হাজার টিউবওয়েল অচল, বিশুদ্ধ পানির সংকট তীব্র

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন লাখ টাকা জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জে তিন প্রতারক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা